
পায়েল ঘোষ কে চেনেন? ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন যিনি মহম্মদ শামিকে বিয়ের প্রস্তাব দিয়ে চলে এসেছিলেন লাইমলাইটে। ফের একবার বোমা ফাটালেন তিনি। এবার তাঁর নিশানায় ভারতীয় ক্রিকেট টিমের প্রাক্তন বোলার ইরফান পাঠান। পায়েলের দাবি, ওই খেলোয়াড়ের সঙ্গে একটা দীর্ঘ সময় জুড়ে তিনি সম্পর্কে ছিলেন। শুধু কি তাই? তাঁর বলা কথা প্রমাণের জন্য তাঁর ও ইরফানের ব্যক্তিগত ছবিও শেয়ার করতে দেখা গিয়েছে পায়েলকে। পায়েল পেশায় একজন অভিনেত্রী, জন্ম কলকাতায় হলেও বিগত বেশ কিছু বছর ধরেই তিনি মুম্বইয়রের বাসিন্দা। এ দিন নিজের এক্স হ্যান্ডেলে পায়েল লেখেন, ”
After we broke up … I fell ill .. I couldn’t work for years… but he was the only guy whom I loved… after that I never loved anybody 🥲 pic.twitter.com/vKRYWJl0Ti
— Payal Ghoshॐ (@iampayalghosh) December 1, 2023
“আমার পিছনে গৌতম গম্ভীর ও অক্ষয় কুমার সবাই পড়ে ছিল। তবে আমি শুধু ইরফান পাঠানকে ভালবেসেছি। ও ছাড়া আমার জীবনে আর কারও অস্তিত্বই ছিল না। ওকে আমি সব বলতাম, সব মিসড কল ওকে আমি দেখাতাম।” এখানেই কিন্তু থামেননি তিনি। আরও লেখেন, “ইরফান আমার প্রেমিক ছিল। ২০১১ সাল থেকে প্রেম করতাম আমরা।” পায়েল টেনে এনেছেন প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীরের নামও। তিনি লেখেন, “গৌতম গম্ভীর আমায় রোজ মিসড কল দিতি। ইরফান সেটা জানত। ও তো আমার ফোনও চেক করত। আর এই কথাটা ও আমার সামনেই ইউসুফ ভাই, হার্দিক আর ক্রুনাল পান্ড্যকেও জানিয়েছিল। আমি ওর সঙ্গে পুনেতে দেখা করতে গিয়েছিলাম।” নিজেদের এক ঘনিষ্ঠ ছবি শেয়ার করে পায়েল লেখেন, “ওর সঙ্গে বিচ্ছেদের পর আমি অসুস্থ হয়ে পড়ি। বেশ কিছু দিন কাজ করতে পারিনি। ওই ছিল একমাত্র যাকে ভালবেসেছি। এর পর আর কাউকে ভালবাসিনি।”
Mere pichhhe #gautamgambhir #AkshayKumar sab pade hue the lekin main pyar sırf İrfan Pathan se karti thi, mujhe uske ilaba koi aur dikhta hi nahi tha aur main İrfan ko sab ke ware bolti bhi thi, sab ka miscal dikhati bhi thi… Maine BAs Irfan se pyar kiya aur kisise bhi nahi…
— Payal Ghoshॐ (@iampayalghosh) December 1, 2023
যদিও পায়েলের কথা বিশ্বাস করতে চাননি নেটিজেনদের একটা বড় অংশ। তাঁরা মনে করেছেন প্রচারের আলোয় থাকার জন্য বানিয়ে মিথ্যে বলছেন তিনি। এমনকি ইরফান বা গম্ভীরও এই নিয়ে মুখ খোলেননি।