Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sameer Khakhar Death: ‘নুক্কড়’ সিরিয়ালের খোপরি প্রয়াত, ৭১ বছরে থামল অভিনেতা সমীর খাখারের পথচলা

Actor Death: একাধিক ভাল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের বারে বারে আনন্দ দিয়ে এসেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক জনপ্রিয় চরিত্র হল 'নুক্কড়' ধারাবাহিকের খোপরি।

Sameer Khakhar Death: 'নুক্কড়' সিরিয়ালের খোপরি প্রয়াত, ৭১ বছরে থামল অভিনেতা সমীর খাখারের পথচলা
Follow Us:
| Edited By: | Updated on: Mar 15, 2023 | 4:09 PM

বুধবার সকালে মিলল শোকের খবর। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সমীর খাখার। দিনের শুরুতেই মন খারাপ করা খবর। দীর্ঘদিন অভিনয় জগতের সঙ্গে যুক্ত থাকা এই ব্যক্তিত্বর মূল পরিচিতিই হয়ে দাঁড়ায় জনপ্রিয় ধারাবাহিক ‘নুক্কড়’। যার ‘খোপরি’ চরিত্রে তিনি সকলের মন জয় করেছিলেন। বলিউডে একের পর এক ছবিতেও জায়গা করে নিয়েছিলেন অভিনেতা। তবে মাত্র ৭১ বছর বয়সে এসে থাকম তাঁর পথচলা। বার্ধক্যজনিত কারণে বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। মুম্বইয়েই মৃত্যু ঘটে তাঁর। এদিনই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

ইটাইমস-এ প্রয়াত অভিনেতা সমীরের ভাই গণেশ খাখার জানান, বেশ কিছু সমস্যায় ভুগছিলেন তিনি। ডাক্তারের পরামর্শে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর হৃদযন্ত্র সঠিক মাত্রায় কাজ করছিল না। মূত্রেও সমস্যা দেখা যায়। তড়িঘড়ি তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। যদিও চিকিৎসায় সেভাবে সারা মিলছিল না। ধীরে-ধীরে অবস্থার অবনতি ঘটতে থাকে। এবং ভোর ৪.৩০টের সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একাধিক ভাল চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের বারে বারে আনন্দ দিয়ে এসেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য ও সর্বাধিক জনপ্রিয় চরিত্র হল ‘নুক্কড়’ ধারাবাহিকের খোপরি। এছাড়াও সলমন খানের ছবি ‘জয় হো’-তে দেখা গিয়েছে তাঁকে। সিদ্ধার্থ মালহোত্রা ও পরিণীতি চোপড়ার ছবি ‘হাসি তো ফাঁসি’-তেও অভিনয় করেছেন তিনি। একটা সময় যদিও হাতে কমে গিয়েছিল কাজ। রীতিমত একটি চরিত্রের খোঁজ করছিলেন তিনি। বারে বারে তাঁকে বিভিন্ন সাক্ষাৎকারে বলতে শোনা গিয়েছিল, আমি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করতে চাই। যাঁরা আমায় চেনেন হয়তো কাজ দেবেন।