Shahid Kapoor: ‘আমাকে পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা ছিল না প্রযোজকের’; কোন ছবি বিনা পারিশ্রমিকেই করেছিলেন শাহিদ?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Sep 23, 2023 | 4:26 PM

Hindi Films: সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন, 'হায়দার' করার সময় যে পারিশ্রমিকের জন্য দাবী করতেন অভিনেতা, তা নাকি দেওয়ার ক্ষমতা ছিল না প্রযোজকের। এদিকে এত ভাল চিত্রনাট্য় হাতছাড়াও করতে চাননি তিনি। ফলে ছবিটি বিনা পয়সায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

Shahid Kapoor: আমাকে পারিশ্রমিক দেওয়ার ক্ষমতা ছিল না প্রযোজকের; কোন ছবি বিনা পারিশ্রমিকেই করেছিলেন শাহিদ?
শাহিদ কাপুর।

Follow Us

শাহিদ কাপুর নাকি বিনা পয়সায় অভিনয় করেছিলেন একটি ছবিতে। যে ছবিতে কাজ করে সমালোচকদের ব্য়াপক প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। ২০১৪ সালের কথা। মুক্তি পায় বিশাল ভরদ্বাজের ছবি ‘হায়দার’। মুখ্য চরিত্রের অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তব্বু, কে কে মেননরা। জম্মু এবং কাশ্মীরের প্রেক্ষাপটের এক যুবকের কাহিনি বলেছিল ‘হায়দার’। যে যুবক নিখোঁজ বাবার সন্ধানে এসেছিল। এই ছবির জন্য নাকি এক পয়সাও পারিশ্রমিক নেননি অভিনেতা। নিজ মুখে জানিয়েছিলেন সেই কারণও।

এক সাক্ষাৎকারে শাহিদ কাপুর জানিয়েছিলেন, ‘হায়দার’ করার সময় যে পারিশ্রমিকের জন্য দাবী করতেন অভিনেতা, তা নাকি দেওয়ার ক্ষমতা ছিল না প্রযোজকের। এদিকে এতভাল চিত্রনাট্য় হাতছাড়াও করতে চাননি তিনি। ফলে ছবিটি বিনা পয়সায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শাহিদ বলেছিলেন, “আমাকে পারিশ্রমিক দেওয়ার মতো বাজেট ছিল না ছবির প্রযোজকের। ওরা যদি আমাকে এই ছবির জন্য টাকা দিত, তা হলে ছবিটি তৈরিই হত না। এই ধরনের গবেষণাভিত্তিক ছবি তৈরি করার অনেক সমস্যা আছে। ফলে আমি বিনা পয়সায় কাজ করতে রাজি হয়ে গিয়েছিলাম।”

কেবলই কি হায়দার? আর কি কোনও ছবিতে বিনা পয়সায় কাজ করেছিলেন শাহিদ। অভিনেতা বলেছেন, ‘হায়দার’-এর জন্যই তিনি এমনটা করেছিলেন। হেসে বলেছিলেন, “আমাকে তো সংসারও চালাতে হয়।”

শাহিদ কাপুর বাণিজ্যিক ছবির হিরো। মশলা খোঁজেন ছবিতে। যে ধরনের মশলাদার ছবি এ দেশের দর্শক পছন্দ করেন। তাঁর কেরিয়ারের উল্লেখযোগ্য ছবির মধ্যে একটি ‘কবীর সিং’ এবং ‘জব উই মেট’। কোনওটিতেই বিনাপয়সা কাজ করেনি তিনি।

Next Article