হৃদরোগে আক্রান্ত অভিনেতা শ্রেয়স তোলপাড়ে, সূত্র মারফৎ খবর তেমনটাই। জানা যাচ্ছে, এই মুহূর্তে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। হয়েছে অ্যাঞ্জিওপ্লাস্টিও। চিকিৎসকেরা তাঁকে দ্রুত সুস্থ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মুম্বইয়ের বেশ কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে, এ দিন সকালে শুটিংয়ে গিয়েছিলেন অভিনেতা। শরীরে ছিল না কোনও অস্বস্তিও। ‘ওয়েলকাম টু জাঙ্গল’ নামক ওই ছবির শুটিংয়ের মাঝে সহকর্মীদের সঙ্গে ঠাট্টা-ইয়ার্কিও করতে দেখা গিয়েছিল তাঁকে। শুটিং শেষে বাড়িতেই ফিরেই আচমকাই অসুস্থ বোধ করতে শুরু করেন তিনি।
স্ত্রী আর দেরি করেননি। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যদিও যাত্রাপথেই শরীর আরও খারাপ হতে শুরু করে তাঁর। হাসপাতালে পৌঁছনোর পর জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। তাঁর এই খবরে দুর্ভাবনায় ভক্তরা। তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসুন, এমনটাই চাইছেন সকলে।
এখনও ৫০-ও অতিক্রম করেননি শ্রেয়স। এই মুহূর্তে তাঁর বয়স ৪৭ বছর । তবে হালফিলের ঘটনাই বলে দিচ্ছে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন যে কোনও বয়সীরা। কিছু দিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুস্মিতা সেন। তাঁরও অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। আপাতত তিনি সুস্থ আছেন। শ্রেয়সও এই কঠিন সময় কাটিয়ে উঠবেন, এই আশায় বুক বাঁধছেন তাঁর প্রিয়জনেরা। বলিউডে জনপ্রিয় অভিনেতা শ্রেয়স। তাঁর অভিনীত ‘ইকবাল’ ছবির আজও লোকের মুখে মুখে। তাঁর কমিক টাইমিং, অথবা আবেগঘন দৃশ্যে অঝোরে কান্নায় বহু আগেই দর্শকের মন জয় করেছেন অভিনেতা।