Sunil Shetty: হ্যাশট্যাগ ‘বয়কট বলিউড’ ট্রেন্ড নির্মূল করতে যোগী আদিত্যনাথের কাছে আর্জি সুনীল শেট্টির

Boycott Bollywood Trend: দু'দিনের ঝটিকা সফরে মুম্বই এসেছিলেন যোগী আদিত্যনাথ। সেই সময় তিনি দেখা করেন ৯০-এর দশকের তারকাদের সঙ্গে।

Sunil Shetty: হ্যাশট্যাগ 'বয়কট বলিউড' ট্রেন্ড নির্মূল করতে যোগী আদিত্যনাথের কাছে আর্জি সুনীল শেট্টির
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 2:01 PM

করোনা পরবর্তীকালে মূলত ২০২২ সালটা ‘বয়কট বলিউড’ ট্রেন্ড ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করেছে হিন্দি ছবির জগৎকে। একে-একে অনেক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। হাতে গোনা কিছু ছবি কলকে পেয়েছে এই বাজারে। আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ সেই তালিকায় অন্যতম নাম। এখন নিশানায় শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’। বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠক করেছিলেন বলিউডের কিছু তারকা। সেই বৈঠকেই অভিনেতা সুনীল শেট্টি তাঁকে অনুরোধ করেছেন – হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতি মানুষের এই ঘৃণাকে নির্মূল করতে যোগী আদিত্যনাথ যেন কোনও পদক্ষেপ করেন। তিনি যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও বিষয়টা তুলে ধরেন।

দু’দিনের ঝটিকা সফরে মুম্বই এসেছিলেন যোগী আদিত্যনাথ। সেই সময় তিনি দেখা করেন ৯০-এর দশকের তারকাদের সঙ্গে। আদিত্যনাথের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, রাজকুমার সন্তোষী, সুভাষ ভাই, মনমোহন শেট্টি, বনি কাপুর, প্রমুখ। নয়ডা ফিল্ম সিটিতে শুটিং সংক্রান্ত বৈঠক ছিল সেটি। সেই বৈঠকেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ঘিরে তৈরি হওয়া মানুষের রোষ সম্পর্কে খোলামেলা কথা বলেন সুনীল।

যোগীজির উদ্দেশে ৬১ বছরের অভিনেতা সুনীল শেট্টি আর্জি জানিয়ে বলেছেন, “হ্যাশট্যাগ বয়কট বলিউড সম্পর্কে আমি কথা বলতে চাই। আপনি চাইলে কিছু বলে এটা থামাতে পারেন। আমরা ভাল কাজ করছি।” এরপর সুনীল শেট্টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহায্য় নেওয়ার আর্জিও জানান।

সুনীল আরও বলেছেন, “আমাদের ইন্ডাস্ট্রিকে ঘিরে মানুষের মনে এত ঘৃণা দেখলে খুব কষ্ট হয়। আমাদের ইন্ডাস্ট্রির ৯৯% মানুষই খুব ভাল। প্লিজ় যোগীজি আপনিই নেতৃত্ব দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে  এ ব্যাপারে কিছু বলুন।”

২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই হ্যাশট্যাগ বয়কট বলিউড ট্রেন্ড করতে শুরু করে। সুনীলের বিশ্বাস, হাতে হাত ধরে চললে একদিন ঠিকই হ্যাশট্যাগ বয়কট বলিউড ট্রেন্ড নির্মূল হবে। মানুষ ফের বলিউডকে ভালবাসতে শুরু করবেন।