Sunny Deol on Gadar 2: ‘বাবা আমি মদ খাইনি’ গদর ২ মুক্তির দিন ধর্মেন্দ্রকে কেন একথা বলেছিলেন সানি?

Gadar 2: সানিক কামব্যাকে বেজায় খুশি দর্শক। তার প্রমাণ বক্সঅফিসেই। মুক্তির দিনই বক্সঅফিসে ৪০.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনেও সেই ধারা অব্যাহত ছিল।

Sunny Deol on Gadar 2: বাবা আমি মদ খাইনি গদর ২ মুক্তির দিন ধর্মেন্দ্রকে কেন একথা বলেছিলেন সানি?
সানি দেওল ও ধর্মেন্দ্র

| Edited By: Sneha Sengupta

Aug 15, 2023 | 9:42 AM

ফের আবারও ইতিহাস তৈরির পথে সানি দেওল ও আমিশা পাটেল। ২২ বছর ‘গদর: এক প্রেম কথা’-এর সিক্যুয়েল বক্সঅফিসে কাঁপাচ্ছে। তারা সিং আর সাকিনার অনস্ক্রিন রসায়ন দেখতে দলে-দলে প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শক। মাত্র তিন দিনেই ১৩৫ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবি। লাভের অঙ্ক যে আরও আকাশ ছোঁবে তা দর্শকদের উন্মাদনাই প্রমাণ করে দিচ্ছে। ২২ বছর পর দর্শকদের থেকে এত ভালবাসা পাবেন তা নিজেও ভাবতে পারেননি সানি।

 

দিকে-দিকে চর্চায় ‘গদর ২।’ এবার মুম্বইয়ে একজোট হয়ে ছবির সাফল্যের সেলিব্রেশনে মেতেছিল টিম ‘গদর ২।’ এদিনই সাংবাদিকদের মুখোমুখি হন সানি। জানান, ১০ তারিখ থেকে বেশ চাপে ছিলেন তিনি। সানির কথায়, “বড় চিন্তায় ছিলাম। কে না চায় বলুন তার ছবি হিট হোক? আমিও আজীবন এটাই চেয়ে এসেছি। এত কিছুর পর যখন সাফল্যের স্বাদ পেলাম তা যে কী মিষ্টি!” আরও বলেন, “১১ তারিখ সকালে যখন ছবির প্রাথমিক ট্রেন্ড আসা শুরু করে একই সঙ্গে কাঁদছিলাম ও হাসছিলাম। বাবাকে বারবার বলছিলাম, আমি মদ খাইনি বাবা বিশ্বাস করো। খুশিতে পাগল হয়ে গিয়েছিলাম। ”

সানিক কামব্যাকে বেজায় খুশি দর্শক। তার প্রমাণ মিলছে বক্সঅফিসেই। মুক্তির দিনই বক্সঅফিসে ৪০.১০ কোটির ব্যবসা করেছে এই ছবি। দ্বিতীয় দিনেও সেই ধারা অব্যাহত ছিল। রবিবার লাভের অঙ্ক এক লাফে বেড়ে দাঁড়ায় ৫২ কোটি। সানির এই সাফল্য উদযাপেন মেতেছে গোটা পরিবার। সানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন ছেলে রাজবীর দেওল। বাবার সঙ্গে ছেলেবেলার একটি ছবি শেয়ার করে রাজবীর লিখেছেন, ‘তুমিই সেই প্রতিষ্ঠান যাকে আমরা রোজ দেখি। তোমার কাজের প্রতি সততা, ভালোবাসা, একনিষ্ঠতাই ফুটে উঠেছে এই ছবিতে। যা এত ভালোবাসা পাচ্ছে দর্শকদের থেকে। একবারের সুপারস্টার সবসময়ের সুপারস্টার। এবার শুধু  উদযাপনের সময় আমার সুপারহিরো, আমার বাবা।’