সিঙ্গল হুমা কুরেশি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। তিনি এখন কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে নেই। ব্রেকআপ হয়েছে অভিনেত্রীর। টানা তিন বছর সম্পর্ক ছিল তাঁদের। বলিউডের চিত্রনাট্যকার মুদস্সর আজ়িজ়ের সঙ্গে সম্পর্কে ছিলেন হুমা। এবার ছাড়াছাড়ি হল তাঁদেরও। খবর ছাড়াতে বেশি সময় লাগেনি। শোনা যাচ্ছে, বেশ ঝামেলা হয়েই আলাদা হয়েছেন তাঁরা। এক সূত্র জানাচ্ছে, এই সম্পর্ক নাকি আর কিছুতেই জোড়া লাগবে না।
মুদস্সর আগেই খবরের শিরোনামে এসেছিলেন তাঁর ব্যক্তিজীবনের কারণে। তিনি একটা সময় মিস ইউনিভার্স সুস্মিতা সেনকে ডেট করেছিলেন। তার অনেকগুলো বছর পর হুমার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। হুমা যে ‘ডবল এক্স’ ছবিতে সোনাক্ষী সিনহার সঙ্গে কাজ করলেন, তার চিত্রনাট্যও লিখেছেন মুদস্সরই।
ছাড়াছাড়ি হলেও, হুমা এবং মুদস্সর নাকি বন্ধু হিসেবেই থাকবেন। জানিয়েছেন তাঁদের এক পরিচিত। সম্পর্ক ভাঙার সঙ্গে-সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করছেন না তাঁরা। সেই পরিচিত আরও বলেছেন, “হুমা-মুদস্সর প্রাপ্তমনস্ক ব্যক্তি। তাঁদের সম্পর্ক ভাঙতে পারে। কিন্তু বন্ধুত্ব অটুট আছে। পরবর্তীকালে একসঙ্গে পেশাদার কাজেও যুক্ত থাকবেন তাঁরা। একসঙ্গে ছবির প্রযোজনাও করবেন দু’জনে।”
ছাড়াছাড়ি হয়েছে ঠিকই, কিন্তু সেই বিচ্ছেদের কারণ জানতে পারেননি কেউই। ২০১৯ সালে সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন হুমা-মুদস্সর দু’জনেই। একটি ইনস্টাগ্রাম পোস্টে হুমা লিখেছিলেন, “নানা মুডে মুদস্সর। আমি তোমার জন্য গর্বিত। তুমি যাই করো না কেন, আমার ভাল লাগে। তোমার জন্য আমি সব সময় প্রার্থনা করি অন্তর থেকে। তোমার সব স্বপ্ন সত্যি হোক।” পোস্টটি হুমা করেছিলেন মুদস্সরের জন্মদিনে।
মুদস্সরও পাল্টা লিখেছিলেন, “এই পোস্টের উত্তর দেওয়া সত্যি খুব কঠিন কাজ আমার জন্য। তুমি কত সুন্দর হুমা। আমি লাকি। তুমি যে রকম, সে রকমই থাকো সারাজীবন। তোমাকে আমি খুব ভালবাসি।”