কালো বুট পরেই অভ্যস্থ অমিতাভ বচ্চন। কিন্তু ইদানিং তাঁর পছন্দ কাপড়ের নরম স্নিকার্স জাতীয় জুতো। সুটের সঙ্গেও তাই পরছেন আজকাল। কিছুদিন আগেই একটি সবুজ বুট পরে ‘কৌন বানেগা ক্রোড়পতি’তে এসেছিলেন। এখন একটি কালো স্নিকার্সে ফোটো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সঙ্গে লিখেছেন দারুণ সুন্দর ক্যাপশন। যে ক্যাপশনের কারণে নিজেই ক্ষমা চেয়ে বলেছেন অতিরিক্ত শব্দভাণ্ডার খরচ করে ফেলেছেন তিনি। কিন্তু তাতে কী, অভিনেত্রী নীনা গুপ্তা ফিদা।
ক্যাপশনে অমিতাভ লিখেছেন, “ঐতিহ্যবাহী কালো চামড়ার জুতোকে যখন সরিয়ে জায়গা করে নেয় নরম কাপড়ের ফুটওয়্য়ার… কারণ ভাঙা পায়ের আঙুল এটাই বহন করতে পারে।”
যতই যাই হোক না কেন, ৮০ ছুঁই ছুঁই তারকার স্টাইল স্টেটমেন্ট যে কোনও হিরোকে হার মানিয়ে দেয় আজও। ছবি পোস্ট হতেই কমেন্ট বিভাগে এসে নিজের মনের কথা অকপটভাবে ব্যক্ত করেছেন নীনা গুপ্তা। লিখেছেন, “দারুণ সুন্দর ও হ্যাপেনিং”।
নীনা নিজেও স্টাইল আইকন। ফ্যাশন ডিজ়াইনার মাসাবা গুপ্তার মা নীনার ফ্যাশন মাঝেমধ্যে ছাপিয়ে যায় মাসাবার ফ্যাশন লাইন। ষাটোর্ধ্ব অভিনেত্রী যাই পরেন, সেটাই হয়ে যায় ট্রেন্ড। হটপ্যান্ট থেকে ওয়ান শোল্ডার গাউন – সবেতেই তাঁকে দারুণ মানিয়ে যায়। তাই নীনার থেকে প্রশংসা আসা অন্য মাত্রা যোগ করে অমিতাভের জন্যেও।
কিছুদিন আগেই পায়ে চোট পেয়েছেন অমিতাভ। পায়ের আঙুল ভেঙে যায় তাঁর। এখনও পুরোপরি ঠিক হয়নি ক্ষত। ফলে নরম কাপড়ের স্নিকার জাতীয় জুতোই পরে যেতে হচ্ছে তাঁকে।
‘গুডবাই’ ছবিতে একসঙ্গে কাজ করছেন নীনা ও অমিতাভ। ছবিতে অমিতাভের স্ত্রীর চরিত্রে কাস্ট করা হয়েছে নীনাকে। নীনা অমিতাভের শুরু থেকেই খুব ভক্ত। অমিতাভও তাঁর অভিনয়ের ফ্যান।
আরও পড়ুন: Jugal Hansraj: ছোটদের জন্য বই লিখেছেন যুগল হান্সরাজ, অনুপ্রেরণা তাঁর নিজের ছেলে