Adah Sharma: মাইনাস 16 ডিগ্রিতে দীর্ঘ 40 ঘণ্টা এক ফোঁটাও জল পেলেন না আদাহ শর্মা, কেন এমন হল নায়িকার?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 02, 2023 | 1:07 PM

The Kerala Story: ছবির শুট করতে গিয়ে এ কী ঘটেছিল আদাহ শর্মার সঙ্গে। সেই ছবি নিজেই শেয়ার করলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভয়ানক সেই মুহূর্তের ছবি শেয়ার করলেন আদাহ শর্মা।

Adah Sharma: মাইনাস 16 ডিগ্রিতে দীর্ঘ 40 ঘণ্টা এক ফোঁটাও জল পেলেন না আদাহ শর্মা, কেন এমন হল নায়িকার?

Follow Us

‘দ্য কেলারা স্টোরি’, ২০২৩ সালে সর্বাধিক চর্চিত এই ছবি। অভিনেত্রী আদাহ শর্মা অতীতে বেশ কয়েকটি কাজ করলেও এই ছবির মতো জনপ্রিয়তা অর্জন করেননি কোনও ছবি করেই। ছবি মুক্তির পর থেকেই নানা প্রশ্ন, চর্চা, প্রশংসা, নিন্দা সবটারই সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল ছবির পরিচালক সুদীপ্ত সেনকেও। মে মাসের ৫ তারিখ মুক্তি পায় এই ছবি। আর এরপর থেকেই দেশজোড়া বিতর্কের জেরে নজরে ‘দ্য কেরালা স্টোরি’। ছবি যে এই মাত্রায় পৌঁছবে তা প্রাথমিকভাবে বুঝতেই পারেননি আদাহ। কেবল নিজের সম্পূর্ণটা উজার করে দিয়েছিলেন তিনি। এবার নিজেই শেয়ার করলেন শিউরে ওঠে সেই ছবি। ভয়ানক পরিস্থিতি, ছাল উঠে গিয়েছে মুখের, রক্তাক্ত অবস্থা। ফেটে গিয়েছে ঠোঁট, মুখ শুকনো। এ কী দশা!

ছবির শুট করতে গিয়ে ঠিক এমনটাই ঘটেছিল আদাহ শর্মার সঙ্গে। সেই ছবি নিজেই শেয়ার করলেন অভিনেত্রী। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভয়ানক সেই মুহূর্তের ছবি শেয়ার করলেন আদাহ শর্মা। যা দেখা মাত্রই চমকে ওঠেন ভক্তরা। ছবি শেয়াকর করে লিখলেন, সানকিসড, কেরালা স্টোরি শুটের মুহূর্ত, জলের অভাবে ফাটা ঠোঁট, -১৬ ডিগ্রিতে টানা ৪০ ঘণ্টা জল পান না করার ফল। স্বস্তি ফেরা শেষ ছবিতে, যেখানে দক্ষিণী লুকে ধরা দিলেন স্নিগ্ধ আদাহ। মাথায় নারকেল তেল, শান্তি…। আদাহ সকল কষ্টই আজ সার্থক। কষ্টের ফল আজ হাতেনাতে পেলেন আদাহ শর্মা।

মুক্তির পর থেকেই চর্চার কেন্দ্রে ‘দ্য় কেরালা স্টোরি’। যার ছাপ পড়েছে বক্সঅফিসেও। বাংলায় সেভাবে মুক্তি না পেলেও এই ছবি আসছে ওটিটিতে। সেই বিষয় নিশ্চিত করে দিয়েছেন খোদ ছবির পরিচালক। তাই খুব বেশিদিন এই ছবি দেখে দর্শকদের দূরে রাখা যাবে না। ওটিটিতে মুক্তির সমস্ত ছাড়পত্র পেয়ে গিয়েছে এই ছবি। আদাহ শর্মার অভিনয়ও বেশ প্রশংসিত। বলিউডে এতদিন খোঁজ পাওয়া যেত না যে অভিনেত্রীর, আজ তিনিি চর্চার কেন্দ্রে। প্রতিটা ক্ষেত্রে বারে বারে আলোচিত আধার অভিনয়। এই ছবির পর বলিউডে নিজের নয়া জাগয়া করতে পারার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদাহ শর্মার ক্ষেত্রে।

Next Article