২০০৭ সালে মুক্তি পায় ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি। বছর ৬ পর, ২০১৩ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘শুটআউট অ্যাট ওয়াডালা’। তারপর দীর্ঘ বিরতি। গত বছরই পরিচালক সঞ্জয় গুপ্ত জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি আনতে চলেছেন তিনি। ১৯৯২ সালে জে জে হাসপাতালে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনাকে পর্দার রূপ দিতে চাইছেন তিনি।
‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’-এ বিবেক ওবেরয়। ‘শুটআউট অ্যাট ওয়াডালা’-এ জন আব্রাহাম। এবার প্রশ্ন, কোন অভিনেতাকে দেখা যাবে পরের শুট আউট ছবিতে? সেই নামও জানা গিয়েছে। তিনি আর কেউ নন, বর্তমান প্রজন্মের বলি অভিনেতা আদিত্য রায় কাপুর। বলি অন্দর মনে করে, ‘মালাঙ্গ’ ছবিতে অভিনয়ের পর থেকেই আদিত্যর কাছে অ্যাকশন ছবির অফার আসা শুরু হয়েছে। ‘মালাঙ্গ’-এর পরই তিনি ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’ ছবিটি সাইন করেছেন। এখন শোনা যাচ্ছে, ‘শুটআউট’ ফ্র্যাঞ্চাইজিও তাঁকেই চাইছে তিন নম্বর ছবিটির জন্য। তবে কোন চরিত্রে অভিনয় করবেন আদিত্য, তা নিয়ে খোলসা করেননি নির্মাতারা।
আরও একটি উল্লেখযোগ্য বিষয়, আরও একটি গ্যাংস্টার ছবি তৈরি হচ্ছে বলিউডে। ১৯৯২ সালে মুম্বইয়ে ঘটে যাওয়া জে জে হাসপাতালের ভয়াবহ গুলি কাণ্ডের কাহিনিই তৃতীয় ছবিটিতে তুলে ধরতে চাইছেন পরিচালক। বলা হয়, কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ও অরুণ গাউলির দল তাদের ব্যক্তিগত আক্রোশের জন্য কাণ্ডটি ঘটিয়েছিল। হাসপাতালে ভর্তি ছিল অরুণ গাউলির দলের দুই সদস্য শৈলেশ হালদানকর ও বিপীন শেরে। এই দু’জন দাউদের বোনের স্বামী ইব্রাহিম পার্কারের খুনের সঙ্গে সরাসরিভাবে যুক্ত ছিল। সেই প্রতিশোধেই দাউদ আক্রমণ করে জে জে হাসপাতাল। আর ঘটে যায় ভয়াবহ শুটআউট কাণ্ড। এই ঘটনাটিই পর্দায় ফুটে উঠবে। তাই ‘শুটআউট’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির প্রাথমিক নামও রাখা হয়েছে ‘শুটআউট ৩: গ্যাং ওয়ার্স অফ বম্বে’।
আরও পড়ুন: ‘রাধে’, ‘শেরনি’র মতো ভন্সালীর ‘গাঙ্গুবাই…’ ও কি মুক্তি পাবে ওটিটিতে?