শাহরুখ খান বলে কথা, তাঁর ছবি এখন বক্স অফিসে হাজার কোটির নিয়েছে কথা বলছে না। ‘পাঠান’ থেকে শুরু। যে শাহরুখ খান ৫০০ কোটির কথা কখনও প্রকাশ্যে বলেননি, তিনি এক লাফে হাজার কোটি বক্স অফিসে জোয়ার এনে দিয়েছিলেন। সে সময় অনেকেই মনে করেছিলেন, এটা শাহরুখ খানের কামব্যাক ছবি, সেই কারণেই এত দর্শকদের মধ্যে উন্মাদনা। পরবর্তীতে হয়তো এমনটা হবে না। কিন্তু সময় বলল উল্টো-গল্প। ‘জওয়ান’ ছবি ‘পাঠান’ ছবি কেউ টপকে দিয়ে মাত্র ১৮8 দিনে ঘরে তুলে ফেলল হাজার কোটি টাকা। বর্তমানে এই ছবির আয় দাঁড়িয়েছে হাজার বাইশ কোটি টাকা। কিন্তু অভিনয়ের পাশাপাশি শাহরুখ খান যে একজন পাকা ব্যবসায়ী, তার প্রমাণ মিললো আবার।
পুনরায় প্রেক্ষাগৃহে দর্শক টানতে তিনি দিয়ে বসলেন এবার দারুন অফার। দর্শকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথন চলাকালীন শাহরুখ খান বলে বসেন বিশেষ অফারের কথা। আর যেমন কথা তেমন কাজ। সেই সাক্ষাৎ শেষ হতে না হতেই শাহরুখ খান নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিলেন এবার থেকে ‘জওয়ান’ ছবির একটি টিকিট কিনলে অপরটি ফ্রি। অর্থাৎ একটা টিকিটের পয়সায় দু’জন ছবি দেখে ফেলতে পারবেন।
যে ছবি টিকিট একটা সময় ২ হাজার টাকার বেশি মূল্যে বিক্রি হয়েছে বর্তমানে সে ছবি টিকিট একটার সঙ্গে একটা বিনামূল্যে পাওয়ায় স্বাভাবিকভাবেই দর্শক মনে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে এই অফার প্রতিটি প্রেক্ষাগৃহে জারি। শাহরুখ খান সোশ্যাল মিডিয়া স্পষ্ট লিখলেন, বন্ধু শত্রু পরিবারের সকলকে নিয়ে যেন তাঁর ভক্তরা ‘জওয়ান’ ছবি দেখেন। শেষ বেলায় এসে এই অফার যে ছবির আয়কে আরও একবার বুস্ট করবে তা বলাই বাহুল্য। এখন দেখার এই অফারে কত কোটি ঘরে তুলতে সক্ষম হন সুপারস্টার।
Bhai ko, behen ko…
Dushman ko, Yaar ko…
And of course, apne Pyaar ko…
Kal Jawan dikhaaiyega!Chacha-Chachi, Phoopha-Phoophi, Maama-Maami…
Yaani Poore Parivaar ko.
Sab ke liye ek ke saath ek free ticket!!!Toh kal se… Parivaar, yaar aur pyaar… Just Buy 1 ticket and get the… pic.twitter.com/Qr9gI4ihcO
— Shah Rukh Khan (@iamsrk) September 27, 2023