AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ileana D’Cruz: চোখ থেকে জল পড়া যখন থামতেই চায় না ইলিয়ানার, তখন আলো-আঁধারিতে হাজির হলেন কোন পুরুষ?

Ileana D'Cruz Boyfreind: কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও ২০১৯ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি বলিউডের অন্দরে শোনা গিয়েছে নতুন গুঞ্জন।

Ileana D'Cruz: চোখ থেকে জল পড়া যখন থামতেই চায় না ইলিয়ানার, তখন আলো-আঁধারিতে হাজির হলেন কোন পুরুষ?
ইলিয়ানা ডিক্রুজ
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 7:00 PM
Share

অন্তঃসত্ত্বা হওয়ার পর জীবনের নানা ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্য়মে তুলে ধরেন বলিউডের ‘বরফি গার্ল’ ইলিয়ানা ডিক্রুজ। কখনও বেবি বাম্পের ছবি, কখনও আবার হবু সন্তানের বাবার নাম প্রকাশ্যে আনছেন ইলিয়ানা। আবার কখনও সানকিসড বিকিনিতে বেবিমুনের ছবিতেও ধরা দিচ্ছেন। এবার আরও এক বড় চমক দিলেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন প্রেমিক অর্থাৎ তাঁর হবু সন্তানের বাবার এক ঝাপসা ছবি।

গত মে মাসে সামনে এসেছিল ইলিয়ানার মা হওয়ার খবর। বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলেন অভিনেত্রী। শুভেচ্ছাবার্তার পাশাপাশি জুটেছিল কটাক্ষও। কে তাঁর সন্তানের বাবা? উঠতে থাকে নানা প্রশ্ন। এবার হবু সন্তানের বাবার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নেটিজ়েনদের পরিচয় করিয়ে দিলেন ইলিয়ানা। তবে রেখেছেন ধোঁয়াশাও। প্রেমিকের সঙ্গে একটা ঝাপসা ছবি শেয়ার করেছেন ‘রুস্তম’ গার্ল। ছবিতে একে-অপরের অন্তরঙ্গ মুহূর্ত ধরা পড়লেও প্রেমিকের মুখ স্পষ্ট বোঝার উপায় নেই।

শুধু এই ছবি শেয়ার করেই থেমে থাকেননি ইলিয়ানা। সঙ্গে লিখেছেন দীর্ঘ এক ভালবাসার বার্তা। অভিনেত্রী লিখেছেন, “যে দিনগুলোতে আমি নিজের প্রতি দয়ালু হতে ভুলে যাই, সেই দিনগুলো একমাত্র এই ভালবাসার মানুষটিই আমার সঙ্গে থাকে। আমি যখন ভেঙে পড়ি সে আমাকে সামলে উঠতে সাহায্য করে, চোখের জল মুছিয়ে দেয়। বোকা-বোকা জোক শোনায়, শুধুমাত্র আমাকে হাসানোর জন্য। বা শুধুই জড়িয়ে ধরতে চায়, কারণ সে জানে ওই সময় আমার শুধু এটুকুই প্রয়োজন।”

সন্তানসম্ভবা অবস্থার প্রত্য়েকটি মুহূর্তে তাঁর প্রেমিককে ছায়ার মতো পাশে পেয়েছেন ইলিয়ানা। তা জানাতেও ভোলেননি তিনি। অভিনেত্রীর কথায়, “মাতৃত্বের অনুভূতি আমার কাছে আশীর্বাদের মতো। আমার শরীরের ভিতরে একটা নতুন প্রাণ বেড়ে উঠছে, এটা ভাবলেই একটা অদ্ভুত শিহরণ হয়। কিন্তু কিছু-কিছু দিন কাটানো বড় কঠিন! চোখ থেকে জল পড়া থামতেই চায় না, অপরাধবোধে ভুগি। নিজেকে কোনওভাবেই শক্ত করতে পারি না। তখন এই মানুষটা আমার হাতটা শক্ত করে ধরে।” মাতৃত্ব নিয়ে অভিনেত্রীর আরও বক্তব্য়, “আমার আরও শক্তিশালী হওয়া উচিত। যদি আমি যথেষ্ট শক্তিশালী না হই তাহলে আমি কেমন মা হব!  আমি সত্যিই জানি না!  আমি শুধু এটুকুই জানি, আমি এই ছোট্ট মানুষটাকে ভীষণ ভালবাসি। হয়তো কখনও ভেঙে পড়তে পারি, তবে এখনকার জন্য আমার মনে হয় এইটুকুই যথেষ্ট।”

বরাবরই ব্যক্তিগত জীবন লাইম লাইট থেকে সরিয়ে রাখাতে পছন্দ করেন ইলিয়ানা। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার বাসিন্দা অ্যান্ড্রু নিবোনের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। যদিও ২০১৯ সালে সেই সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি বলিউডের অন্দরে শোনা গিয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফের ভাই সেবাস্টিয়ান লরেন্ট মিশেলকে ডেট করছেন  ইলিয়ানা। তবে ইলিয়ানার পোস্ট করা আলো-আঁধারি ছবি দেখে অনুমান করা যাচ্ছে ‘বরফি গার্ল’-এর জীবনের এই মিস্ট্রি ম্যান আর যে-ই হন না কেন, সেবেস্টিয়ান নন।