Aishwarya Rai Bachchan: ‘নিজের চেহারাকে গ্রহণ করতে শিখুন’, ঐশ্বর্যকে ফের কটাক্ষ নিন্দুকের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 07, 2023 | 10:17 PM

Bollywood News: বারবারই নিন্দুকের মনে হয়েছে, ঐশ্বর্যর ফটো ফটোশপ করা হয়। একজন লিখেছেন, "ঐশ্বর্যর মুখ আর আগের মতো নেই। কেন যে মানুষ তাঁর নিজের সঠিক বয়স দেখাতে চান না? নিজেকে গ্রহণ করতে শিখুন"।

Aishwarya Rai Bachchan: নিজের চেহারাকে গ্রহণ করতে শিখুন, ঐশ্বর্যকে ফের কটাক্ষ নিন্দুকের
ঐশ্বর্য রাই বচ্চন।

Follow Us

সম্প্রতি প্যারিসের একটি বড় মাপের ফ্যাশন উইকে অংশ নিয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। জয়া বচ্চন এবং তাঁর কন্যা শ্বেতা বচ্চন নন্দাও গিয়েছেন সেখানে। সেই একই ফ্যাশন শোয়ে অংশ নিয়েছেন অমিতাভের পুত্রবধূ ঐশ্বর্য রাই বচ্চনও। অর্থাৎ, বচ্চন পরিবারের সব মেয়েরাই এখন প্যারিসে। ফ্যাশন শোতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন নব্যা। এক নেট ব্যবহারকারী ব়্যাম্পে হাঁটা শিখতে বলেছেন নব্যাকে। জোড় হাত করে ‘Okay’ বলেছেন নব্যা। অন্যদিকে ব়্যাম্প শোয়ে হেঁটে কটাক্ষ শুনতে হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকেও।

অতীতে ওজন বেড়ে যাওয়ার জন্য কটাক্ষ শুনতে হয় ঐশ্বর্যকে। কন্যা আরাধ্যাকে নিয়ে সব জায়গায় যাওয়ার জন্যেও তাঁকে কথা শুনতে হয়। পোশাক নিয়েও ট্রোলড হয়েছেন তিনি। এবারও তাঁকে কটাক্ষ করল নিন্দুকেরা। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী হয়েছিলেন ঐশ্বর্য। কিন্তু তা সত্ত্বেও তিনি কটাক্ষের শিকার। এবার তাঁর পোশাক এবং চুল দেখে নিন্দুকেরা বলেই ফেলল গোটাটাই নাকি ফটোশপ করেছেন ঐশ্বর্য। কিন্তু নিন্দুকের মুখে ঝামা ঘষে দিয়ে তাঁর অনুরাগীরা বলেছেন, অন্যবারের তুলনায় আরও ভাল দেখতে লাগছে ঐশ্বর্যকে।

কিছুদিন আগে ঐশ্বর্য এবং আরাধ্যা ট্রোলড হয়েছিলেন। সেই ছবি ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায়। গেটওয়ে অফ ইন্ডিয়ার একটি অনুষ্ঠানেও অংশ নিয়েছিলেন তিনি। মনীষ মালহোত্রার ডিজ়াইন করা একটি কালো পোশাকে দেখা যায় তাঁকে। সেখানেও নিন্দুকদের মনে হয়েছিল যে, তাঁকে ফটোশপ করা হয়েছে। লিখেছিলেন, “ঐশ্বর্যর মুখ আর আগের মতো নেই। কেন যে মানুষ তাঁর নিজের সঠিক বয়স দেখাতে চান না? নিজেকে গ্রহণ করতে শিখুন”।

Next Article