Aishwarya Rai Bachchan: ৫০ বছরের জন্মদিন বচ্চন পরিবারকে ছাড়াই পালন ঐশ্বর্যর; শুভেচ্ছা জানাননি অমিতাভ-জয়া কেউই

Aishwarya Rai Bachchan: বিগত এক মাস ধরে শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর তিক্ততার নানা ঘটনা সংবাদমাধ্যমের শিরোনাম দখল করছে। ঐশ্বর্যর সঙ্গে নাকি আর আগের মতো মধুর সম্পর্ক নেই তাঁর শ্বশুরবাড়ি, অর্থাৎ বচ্চন পরিবারে। শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি তিক্ততা চরম পর্যায় পৌঁছেছে। সেই তিক্ততার আঁচ দুনিয়াবাসী প্রথম পায় পারিস ফ্যাশন উইকের সময়।

Aishwarya Rai Bachchan: ৫০ বছরের জন্মদিন বচ্চন পরিবারকে ছাড়াই পালন ঐশ্বর্যর; শুভেচ্ছা জানাননি অমিতাভ-জয়া কেউই
একের পর এক ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। তবে এবার সামনে উঠে এল অন্যছবি। দেখা গেল অভিষেক বচ্চনের পাশে ঐশ্বর্য রাই বচ্চনকে। মেয়ের হাত চেপে ধরে তিনি।

| Edited By: Sneha Sengupta

Nov 02, 2023 | 2:25 PM

১ নভেম্বর ছিল ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। এদিন বচ্চন-বধূ পা দিলেন ৫০ বছর বয়সে। অনুরাগীদের অনুমান ছিল, বচ্চন পরিবার ধুমধাম করে পালন করবে ঐশ্বর্যর জন্মদিনের জুবিলি। কিন্তু সে গুড়ে বালি। কিছুই হল না তেমন। তাতে বেশ হতাশ হয়েছে ঐশ্বর্যের ভক্তকুল। নিজের জন্মদিনে ঐশ্বর্য ছিলেনই না বচ্চন পরিবারের সঙ্গে। তা হলে এদিন কে ছিলেন ঐশ্বর্যর পাশে?

বিগত এক মাস ধরে শ্বশুরবাড়ির সঙ্গে ঐশ্বর্যর তিক্ততার নানা ঘটনা সংবাদমাধ্যমের শিরোনাম দখল করছে। ঐশ্বর্যর সঙ্গে নাকি আর আগের মতো মধুর সম্পর্ক নেই তাঁর শ্বশুরবাড়ি, অর্থাৎ বচ্চন পরিবারে। শাশুড়ি মা জয়া বচ্চন, ননদ শ্বেতা বচ্চন নন্দার সঙ্গে নাকি তিক্ততা চরম পর্যায় পৌঁছেছে। সেই তিক্ততার আঁচ দুনিয়াবাসী প্রথম পায় পারিস ফ্যাশন উইকের সময়। কিছুদিন আগেই এই সম্মানজনক ফ্যাশন উইকে অংশগ্রহণ করতে প্যারিসে গিয়েছিলেন বচ্চন পরিবারের মহিলারা। ব়্যাম্পে প্রথমবার হেঁটেছিলেন অমিতাভের নাতনি নব্যা নভেলি নন্দা। হেঁটেছিলেন ঐশ্বর্যও। সেই ফ্য়াশন উইকের কোনও ছবিতেই ঐশ্বর্যকে ট্যাগ করেননি শ্বেতা। তখনই তোলাপাড় শুরু হয় নেটজুড়ে।

তারপর দেশে ফেরার পর বচ্চনদের জলসায় পালিত হয় অমিতাভ বচ্চনের জন্মদিন। ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি ক্রপ করে, তা থেকে জয়া এবং শ্বেতাকে বাদ দিয়ে, কেবল আরাধ্যা এবং অমিতাভের ছবি পোস্ট করে শ্বশুরমশাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন ঐশ্বর্য। এবার সেই জল্পনার আগুনে আরও বেশি ঘি ঢেলে দিল বচ্চন পরিবারই। অমিতাভ জয়া কেউই তাঁদের বউমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি। তাঁর জন্মদিন পালন হয়নি বচ্চন পরিবারে। কেবল অভিষেক বচ্চন শুভ জন্মদিন লিখে একটি পুরনো ছবি পোস্ট করে তাঁকে সোশ্যাল মিডিয়াতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে জন্মদিনে মেয়ে আরাধ্যা এবং মায়ের সঙ্গে কাটালেন ঐশ্বর্য। সেই ভিডিয়ো তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। ৫০ বছরের জন্মদিনে বচ্চন পরিবারের নিশ্চুপ থাকার ঘটনা ঐশ্বর্যর সঙ্গে তাঁদের দূরত্বের রটনাকে আরও জোরালো করেছে।