আরাধ্যা বচ্চন, ছোট থেকেই ক্যামেরার সঙ্গে তাঁর পরিচয় ঘটলেও কোথাও গিয়ে যেন এই স্টারকিড খুব একটা স্বাচ্ছন্দ বোধ করে না এই বিষয়ে। একের পর এক খবরের শিরোনামে কেবল আরাধ্যার ঢাকা মুখেরই ছবি ফ্রেমবন্দি হত। কোথাও গিয়ে যেন এখানেই সমস্যা ছিল তার। ক্যামেরা আলো খুব একটা পছন্দ করত না ছোট্ট আরাধ্যা। সব সময় তাই আরাধ্যাকে আগলে আগলে রাখতেন তাঁর মা, অর্থাৎ ঐশ্বর্য রাই বচ্চন। তিনি সব সময় চেপে ধরে রাখতেন আরাধ্যাকে, সকলকে অনুরোধ করতেন ছবি যেন না তোলা হয়। তবে বচ্চন পরিবারের সন্তান সে, তাকে নিয়ে যে চর্চা তুঙ্গে থাকবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে সময় পেরিয়েছে, এখন আরাধ্যা বুঝে গিয়েছে সে কোন পরিবারের সন্তান।
তাকে নিয়ে তাই সকলের মনে কৌতুহল থাকাটাই স্বাভাবিক। আর সেই কারণে সাবলীলভাবে না হলেও মায়ের হাত চেপে ধরে ছবি তুলতে দেখা যায় তাকে। তবে হাত চেপে রাখার কারণ কী? আরাধ্যা কি পালিয়ে যাচ্ছে? একাধিকবার ঐশ্বর্যের এমন কাণ্ড দেখে এবার সরব নেটপাড়া। সদ্য এই মা-মেয়েকে দেখা গেল বিমানবন্দরে। যেখানে নিরাপত্তা রক্ষীরা তাঁদের রাস্তা করে দিচ্ছিল যাওয়ার জন্য। তখনও আরাধ্যার হাত শক্ত করে ধরে রাখতে দেখা যায় ঐশ্বর্যকে। গোলোযোগ বাঁধে সেখানেই। শুরু হয়ে যায় তর্জা।
বড় হচ্ছে আরাধ্যা, এখন আর তার ক্যামেরার প্রতি তেমন কোনও ভয় কাজ করে না। তবে কেন মেয়েকে এভাবে আগলানোর প্রয়োজন হচ্ছে। এখানেই শেষ নয়, নেটদুনিয়া এদিন ঐশ্বর্য রাই বচ্চনের উদ্দেশে আরও প্রশ্ন তুলে ধরেন, তাঁদের কথায় মাঝে মধ্যেই ঐশ্বর্য্য নিজের হেয়ার স্টাইল পাল্টে ফেলেন। তবে কেন আরাধ্যাকে ছোট থেকেই একই হেয়ারস্টাইলে রেখে দিয়েছেন তিনি? যদিও বচ্চন পরিবার আরাধ্যাকে খুব সাধারণভাবেই বড় করতে চায়। আর সেই কারণেই আরাধ্যাকে নিয়ে তেমন কোনও মাতামাতি করতে দেখা যায়নি কখনই।