TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jan 04, 2024 | 7:49 PM
ঐশ্বর্যা রাই বচ্চন--
অথচ জানেন, বছর খানেক আগে, ঐশ্বর্যার বিরুদ্ধে এমন এক বিস্ফোরক তথ্য সামনে আসে যা নাড়িয়ে দিয়েছিল তামাম বলিউডকে। ঐশ্বর্যার এক মেয়ে রয়েছে, তাঁর নাম আরাধ্যা।
এ খবর কারও অজানা নয়। অভিষেক বচ্চন তাঁর স্বামী ও আরাধ্যার বাবা। ২০১৮ নাগাদ ওঠে এক বিস্ফোরক দাবি-- ঐশ্বর্যার নাকি রয়েছে এক পুত্র সন্তানও।
এমনই এক বিস্ফোরক দাবি করেছিলেন, অন্ধ্রপ্রদেশের এক যুবক সঙ্গীত কুমার। সে সময় সেই যুবকের বয়স ছিল প্রায় ২৯ বছর।
ওই যুবক দাবি করেন ঐশ্বর্যার বয়স যখন ১৫ বছর, তখনই নাকি তাঁকে গর্ভে ধারণ করেন ঐশ্বর্যা। আর বাবা? বাবার খোঁজে হইচই পড়ে যায় চারিদিকে ।
সেই যুবক দাবি করেন, আইভিএফের মধ্যে দিয়ে সন্তানের জন্ম দিয়েছেন ঐশ্বর্যা। এখানেই শেষ নয়। ছোটবেলার ছবি নিয়ে মিডিয়ার সামনেও পৌঁছে যান তিনি।
তবে না তাঁর যুক্তি ধোপে টেকেনি। কিছু দিন এই নিয়ে প্রবল হইচই হলেও সঙ্গীত ও ঐশ্বর্যার চেহারার কোনও মিল না থাকায় সময়ের সঙ্গে সঙ্গে এই দাবি ধামা চাপা পড়ে যায়।
যদিও সে সময় কিন্তু বেজায় ভোগান্তি পোহাতে হয়েছিল ঐশ্বর্যাকে। সেলেবদের নিয়ে কিছু রটলে তা বাড়াবাড়ির পর্যায়ে যেতে যে বেশি সময় লাগে না।