বেশ কিছুদিন হল সিংঘম এগেইন ছবির শুট শুরু করেছেন অভিনেতা অজয় দেবগণ। পুলিশ সিরিজের চতুর্থ ছবি এটা। বেশ কিছুদিন ধরেই এই ছবির খবর নেটদুনিয়ায় ভাইরাল। বিস্তর পরিকল্পনা ছবিকে নিয়ে পরিচালক রোহিত শেট্টির। আগের তিন ছবির থেকে এই ছবির স্কেল অনেকটা বেশি দীর্ঘ। এই ছবির শেষ অ্যাকশন দৃশ্য বিস্তর টাকা ব্যয় করে তৈরি করা হচ্ছে। এবার এই ছবির তেমনই এক অ্যাকশন দৃশ্যের শুটিং চলছিল। যেখানে এবার গুরুতর আহত হলেন অজয় দেবগণ। এক ফাইট দৃশ্যে চোট পান তিনি। চোট পান মুখে, চোখে। দ্রুত তাঁর পরিচর্যা করা হয়, তবে সূত্রের খবর এখন তিনি ভালই রয়েছেন। অ্যাকশন দৃশ্যে শুট করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়েছে অনেক অভিনেতাকেই। অমিতাভ বচ্চনের প্রাণ সঙ্কট হয়ে গিয়েছিল। যদিও অজয় দেবগণের চোট ততটা গুরুতর নয় বলেই খবর।
প্রসঙ্গত, রোহিত শেট্টি, বলিউডের অন্যতম অ্যাকশন পরিচালক, যাঁর বিশেষত্বই হল পর্দা জুড়ে ফাইট, গাড়ির দৌর, নায়ক-খলনায়কের মুখোমুখি টক্কর, সেই স্টারের অন্যতম ছবি হল পুলিশ সিরিজ। সিংঘম থেকে যে সফর শুরু, সিম্বা, সূর্যবংশী হয়ে এবার সিংঘম এগেইন। প্রতিটা ছবির শেষেই থাকে পরবর্তী ছবির এক ছোট্ট সূত্র। সূর্যবংশীতেও কেমনই ছিল, যেখানে স্পষ্ট দেখা গিয়েছে অজয় দেবগণ আবারও ফিরতে চলেছেন মূল্য পুলিশ অফিসারের ভূমিকায়। এই সিরিজের শেষ দুই ছবিতে রণবীর সিং ও অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল। এবার কারা কারা থাকছেন ছবিতে? প্রতিবারের মতো এবারও ছবিতেও থাকছেন আগের ছবির স্টারকাস্টরা। যেখানে দেখা যাবে অক্ষয় কুমার, অজয় দেবগণ ও রণবীর সিংকে। তবে এখানেই শেষ নয়, থাকছে আরও দুই চমক। থাকতে চলেছেন টাইগার শ্রফ ও অর্জুন কাপুর। এই দুই ,স্টারকেও দেখা যাবে এই ছবিতে। শেষ সিক্যোয়েন্সে এন্ট্রি হবে দুই স্টারের। আগামী বছর ছবির মুক্তি।