১৮ কোটি টাকা ঋণ নিয়ে নতুন বাংলো কিনলেন অজয়!

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Jun 20, 2021 | 8:19 PM

অজয়ের মুখপাত্র আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। যদিও তিনি দামের বিষয়ে কিছু জানাননি।

১৮ কোটি টাকা ঋণ নিয়ে নতুন বাংলো কিনলেন অজয়!
অজয় দেবগণ।

Follow Us

মুম্বইয়ের জুহু এলাকায় কিছুদিন আগে একটি বাংলো কিনেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ। শোনা যাচ্ছে, তার দাম ৪৭ কোটি টাকার কিছু বেশি। এর মধ্যে ১৮ কোটি টাকার কিছু বেশি অংশ ঋণ করতে হয়েছে অভিনেতাকে।

সূত্রের খবর, ভবেশ বালকৃষ্ণ ওয়ালিয়া নামে এক ব্যক্তির মালিকানায় এতদিন ওই বাংলোটি ছিল। গত ৭ মে বীণা বীরেন্দ্র দেবগণ এবং অজয় দেবগণের নামে বাংলোটির মালিকানা হস্তান্তরিত হয় ওই বিপুল অর্থের বিনিময়ে। গত ডিসেম্বরেই নতুন বাংলো কিনেছিলেন অজয়। গত ২৭ এপ্রিল তিনি ব্যঙ্ক থেকে ঋণ সংক্রান্ত নথি হাতে পান। এরপরই মালিকানা হস্তান্তরিত হয়। যদিও এ বিষয়ে অজয় নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

অজয়ের মুখপাত্র আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, নতুন ফ্ল্যাট কিনেছেন অভিনেতা। যদিও তিনি দামের বিষয়ে কিছু জানাননি। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, দম্পতির নতুন ফ্ল্যাটের দাম কম-বেশি ৫০ কোটি টাকা।

অজয়ের শেষ ছবি ‘তানাজি: দ্য আনসাঙ ওয়ারিয়র’। বিশ্ব জুড়ে ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছে সে ছবি। আপাতত অজয়ের পরবর্তী ছবি ‘ময়দান’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমা হলেও মুক্তি পাবে সেই ছবি।

আরও পড়ুন, সারার অভিনয় করার সিদ্ধান্তে রাজি ছিলেন না সইফ?

Next Article