সিন্ডারেলাকে অপহরণ করা হয়েছে! মিশনে নামতে চলেছেন ‘খিলাড়ি’ অক্ষয়!

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 30, 2021 | 2:58 PM

‘কাঞ্চনা’-র রিমেক, ‘লক্ষ্মী এবং ‘জিগডঠান্ডার’ রিমেক ‘বচ্চন পান্ডে’-র পর অক্ষয় অভিনীত পরবর্তী হিন্দি রিমেক ফিল্ম হতে চলেছে।

সিন্ডারেলাকে অপহরণ করা হয়েছে! মিশনে নামতে চলেছেন খিলাড়ি অক্ষয়!
অক্ষয় কুমার।

Follow Us

সম্প্রতি এক খবরে বলা হয়েছে যে ‘বেল বটম’-এর পরে অক্ষয় কুমার এবং রঞ্জিত তিওয়ারি আবারও একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এও শোনা যাচ্ছিল ছবিটি অগাস্ট মাসে ফ্লোরে যেতে চলেছে। অগাস্ট থেকে লন্ডনে শুরু হবে শুটিং। এও জানা গিয়েছে যে তামিল ক্লাসিক ছবি ‘রাটাসাসন’-এর হিন্দি রিমেক হতে চলেছে ছবি।

সূত্রের খবর “এটির নাম মিশন সিন্ডারেলা এবং অক্ষয় ছবিতে একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন। নির্মাতারা লন্ডন এবং যুক্তরাজ্যের আশপাশের কিছু লোকেশনে ছবি শুটিংয়ের পরিকল্পনা করছেন। এটি একটি অ্যাকশন থ্রিলার, অক্ষয় শিশু অপহরণকারী দলের সঙ্গে জুঝতে চলেছেন। মিশনের নাম সিন্ডারেলা। নির্মাতারা এই সিনেমাটিকে প্রোজেক্ট সিন্ডারেলা বলে অভিহিত করছেন এবং সিন্ডারেলা এবং মিশন সিন্ডারেলা নামে রেজিস্টার করেছেন”

 

মজার বিষয় হচ্ছে, ‘কাঞ্চনা’-র রিমেক, ‘লক্ষ্মী এবং ‘জিগডঠান্ডার’ রিমেক ‘বচ্চন পান্ডে’-র পর অক্ষয় অভিনীত পরবর্তী হিন্দি রিমেক ফিল্ম হতে চলেছে। আলোচিত ছবিটির প্রযোজনা করছেন জ্যাকি এবং ভাসু ভগনানী এবং নির্মাতারা ইতিমধ্যে প্রাক-প্রযোজনার কাজ শুরু করেছেন। প্রধান নারী চরিত্রে রাকুল প্রীত রয়েছেন। রাকুলের সঙ্গে অক্ষয়ের প্রথম এক ছবিতে কাজ করতে চলেছেন। অক্ষয় ভগনানীর সঙ্গে আরও একটি মিশন ছবি করছেন অক্ষয়। নাম ‘মিশন লায়ন’। যা বোঝা যাচ্ছে, তা হল বলিউডে নিজের ‘মিশন ইউনিভার্স’ তৈরি করার মিশনে রয়েছেন মিস্টা খিলাড়ি।

Next Article