‘আন্ডারটেকার’কে মেরে ভূত ভাগিয়ে দিয়েছে অক্ষয়! মিম শেয়ার করে কী বললেন অক্ষয়

২৫ বছরের সিনেমা উদযাপন মিম শেয়ার করে শুরু করলেন অক্ষয়। টুইটে এও লিখলেন, ’খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে যিনি কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর আসল নাম আন্ডারটেকার নয়, তাঁর নাম ব্রায়ান লী।

'আন্ডারটেকার'কে মেরে ভূত ভাগিয়ে দিয়েছে অক্ষয়! মিম শেয়ার করে কী বললেন অক্ষয়
অক্ষয় কুমার।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 13, 2021 | 5:38 PM

পঁচিশ বছর পেরতে চলল অক্ষয় কপমার অভিনীত ছবি ’খিলাড়িয়োঁ কা খিলাড়ি’। ছবির রজতজয়ন্তী উদযাপনের ঠিক আগের দিন মিস্টার খিলাড়ির রসবোধ আবারও প্রমাণ হল তাঁর টুইটে। অক্ষয় কুমার পোস্ট করলেন এক মিম। তাতে রয়েছে তিন কুস্তিগীর, যাঁরা তাঁদের কুস্তি জীবনে জাঁদরেল পালোয়ান ‘দ্য আন্ডারটেকার’-কে আখড়ায় পরাস্ত করতে পেরেছেন। তিন কুস্তিগীর ছাড়াও, ছবিতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকেও! না না আন্ডারটেকারের সামনাসামনি কখনও হননি অক্ষয়। তবে ’খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে যে কুস্তিগীরের মুখোমুখি হতে হয়েছিল অক্ষয়কে,তাঁর চরিত্রের নাম ছিল আন্ডারটেকার।

২৫ বছরের সিনেমা উদযাপন মিম শেয়ার করে শুরু করলেন অক্ষয়। টুইটে এও লিখলেন, ’খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে যিনি কুস্তিগীরের চরিত্রে অভিনয় করেছিলেন তাঁর আসল নাম আন্ডারটেকার নয়, তাঁর নাম ব্রায়ান লী।

’খিলাড়িয়োঁ কা খিলাড়ি’ ছবিতে অক্ষয়ের সঙ্গে রেখা ও রবিনা ট্যান্ডন অভিনয় করেছিলেন। পরিচালনায় ছিলেন উমেশ মেহরা এবং ‘খিলাড়ি’ সিরিজের চতুর্থ কিস্তি ছিল ছবিটি।

অক্ষয়কে পরবর্তীতে রোহিত শেট্টির অ্যাকশন ছবি ‘সূর্যবংশী’তে দেখা যাবে। ছবিতে তিনি ক্যাটরিনা কইফের সঙ্গে অভিনয় করছেন। ছবিতে রণবীর সিং এবং অজয় দেবগণও রয়েছেন। ভূমি পেডনেকরের সঙ্গে ‘রকশাবন্ধন’ এবং সারা আলি খান ও ধনুশের সঙ্গে ‘অতরঙ্গি রে’-তেও রয়েছেন অশক্ষয়। দুটি ছবি পরিচালনা করছেন আনন্দ এল রাই। লারা দত্ত, বনি কাপুর এবং হুমা কুরেশির সঙ্গে বেল বটম এবং নুশরাত ভারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে ‘রাম সেতু’ও রয়েছে অক্ষয়ের ঝুলিতে।