ভূমি পেডনেকরের জন্মদিনে তাঁর ছবি ‘টয়লেট: এক প্রেম কথা’র সহশিল্পী অক্ষয় কুমার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে সবচেয়ে হাসিখুশিভাবে থাকার শুভেচ্ছা জানিয়েছেন। তা জানালেনও এক মজাদার ছবি পোস্ট করে। মিস্টার খিলাড়ি তাঁদের পুরনো ফিল্মের এক ছবি পোস্ট করেন নিজের ওয়ালে। ছবিটি ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম ‘টয়লেট: এক প্রেম কথা’র ছবি। ছবিতে অক্ষয়ের অভিব্যক্তিটি ভীষণ হাস্যকর। মনে হচ্ছে তিনি যেন হাঁ করে গিলে খেয়ে ফেললেন অভিনেত্রীকে।
ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘জন্মদিনের মেয়েটিকে হাসানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি’ তিনি আরও যোগ করে লেখেন, ‘তিনি (ভূমি) স্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে তিনি আজ আরও এক বছর বড় হয়েছে। চিন্তা করো না আরও এক বছর অভিজ্ঞও হলে। শুভ জন্মদিন।’
আনন্দ এল রাইয়ের পরবর্তী ‘রক্ষা বন্ধন’-এ একসঙ্গে কাজ করছেন ভূমি এবং অক্ষয়। অক্ষয়ের প্রযোজিত ‘দুর্গামতি’তে ভূমি পেডনেকরকে শেষবার দেখা গিয়েছিল। এই দুজনে ২০১৭ সালে নির্মিত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবিতে স্বামী ও স্ত্রী হয়ে অনস্ক্রিনের অভিনয় করেছিলেন।
গত মাসের শুরুর দিকে, ভূমি পেডনেকর ‘রক্ষা বন্ধন’-এর টিমে যোগ দেন। ‘ভূমি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘একটি বিশেষ ফিল্ম এবং এক বিশেষ পুনর্মিলন। আমার প্রিয় দুই সৃজনশীল পাওয়ার হাউস এবং মানুষের সঙ্গে আবার কাজ করতে আমি অত্যন্ত আগ্রহী। এই বিশেষ, মনগ্রাহী গল্প ‘রক্ষা বন্ধন’ অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।‘
‘টয়লেট: এক প্রেম কথা’ এবং ‘দুর্গামতী’র (অক্ষয় কুমারের প্রযোজনা) পর তৃতীয় ছবিতে একসঙ্গে কাজ করতে চলেছেন ভূমি-অক্ষয়।
আরও পড়ুন Yash Dasgupta: ‘ফোনের সঙ্গে নিজেকেও চার্জ দিন…’ কাকে লিখলেন নুসরতের ‘বিশেষ বন্ধু’ যশ?