ভুয়ো খবর ফাঁস করার ব্যবসা শুরু করবেন অক্ষয় কুমার?

TV9 Bangla Digital | Edited By: শুভঙ্কর চক্রবর্তী

Jun 22, 2021 | 11:58 AM

কিছুদিন আগে অক্ষয় ‘ধুম-৪’ এর অংশ হওয়া নিয়ে এক মিথ্যে খবরকে সামনে আনেন। ফেক নিউজ বলেও আখ্যা দেন খিলাড়ি।

ভুয়ো খবর ফাঁস করার ব্যবসা শুরু করবেন অক্ষয় কুমার?
ব্যাংককে যাওয়ার আগে তাইকোন্ডোতে অক্ষয়ের ছিল ব্ল্যাক বেল্ট। ব্যাংককে সে সময়, তিনি রাস্তায় রান্না এবং মার্শাল আর্ট প্রশিক্ষণের মতো কাজ করেন। পরে তিনি মুম্বইতে স্থানান্তরিত হন এবং মার্শাল আর্ট পড়ানো শুরু করেন। তাঁর এক ছাত্র তাঁকে পরামর্শ দিয়েছিলেন যে তাঁর মডেলিং করা উচিত। কয়েক মাস পর, ফিল্ম নির্মাতা প্রমোদ চক্রবর্তী তাকে ‘দিদার’-এ মুখ্য চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেন। বর্তমানে অক্ষয় হলেন বলিউডের অন্যতম সফল অভিনেতা যিনি প্রতি বছর বেশ হিট ফিল্ম উপহার দিয়ে চলেছেন।

Follow Us

অক্ষয় কুমার নিজেই নিজের হাল ধরলেন। সমস্ত মিথ্যে খবরগুলো জনসমক্ষে আনছেন একের পর এক। কিছুদিন আগে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় যে সাজিদ নাদিয়াওলার ছবিতে নাকি অভিনয় করছেন মিস্টার খিলাড়ি। ছবিতে রয়েছেন সুনীল শেট্টির পুত্র আহানও। তবে এ খবর একেবারে মিথ্যে, জানিয়েছেন অক্ষয় নিজে। টুইটার খবরটি শেয়ার করে অক্ষয় লেখেন,’ভুয়ো খবরে ১০/১০। কেমন হয় যদি আমি মিথ্যে খবর ফাঁস করার এক ব্যবসা শুরু করি?’

কিছুদিন আগে অক্ষয় ‘ধুম-৪’ এর অংশ হওয়া নিয়ে এক মিথ্যে খবরকে সামনে আনেন। ফেক নিউজ বলেও আখ্যা দেন খিলাড়ি। একট শীর্ষস্থানীয় দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “ধুম-ফোর বিষয়ে আপনার কাছে আমার দুটি শব্দ আছে, ফেক নিউজ।”

অক্ষয় কুমার তাঁর নতুন ছবি ‘বেল বটম’ সম্পর্কে একটি ‘মিথ্যে খবর’ও (তাঁর কথা অনুযায়ী) সামনে আনেন। একটি নিউজ পোর্টালে রিপোর্টে বলা হয়েছিল যে ফিল্মের প্রযোজক ভাশু ভাগনানী এই ফিল্মের নায়ক অক্ষয়কে এই প্রোজেক্টের জন্য তাঁর পারিশ্রমিক কম নেওয়ার জন্য অনুরোধ করেন।

রিপোর্টে লেখা ছিল  ‘স্কুপ: ভাশু ভাগনানী অক্ষয় কুমারকে বেল বটমের জন্য ৩০ কোটি টাকা কমানোর অনুরোধ করেন, অভিনেতা তাতে রাজিও হয়েছেন’। অক্ষয় কুমার তার নিজস্ব টুইটার হ্যান্ডেলে প্রতিবেদনটিকে একটি ‘মিথ্যে খবর’ বলে উল্লেখ করেন এবং তিনি টুইট করেন, লেখেন ‘মিথ্যে খবরে জেগে উঠলে কেমন লাগে’।

 

Next Article