AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুক্তির দিনই অনলাইনে লিক ‘বেল বটম’; মাথায় হাত নির্মাতাদের

Bell Bottom: তালিমরকার্স, ফিল্মিওয়্যাপ, টেলিগ্রামের মতো সাইটে এইচ ডি ফরম্যাটে পাওয়া যাচ্ছে 'বেল বটম'।

মুক্তির দিনই অনলাইনে লিক 'বেল বটম'; মাথায় হাত নির্মাতাদের
| Edited By: | Updated on: Aug 19, 2021 | 9:11 PM
Share

বহুদিন ধরে মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমারের ‘বেল বটম’। শেষমেশ ছবি মুক্তি পেল ১৯ অগাস্ট, বৃহস্পতিবার। কিন্তু আশ্চর্যের বিষয়, মুক্তির দিনই অনলাইনে ফাঁস হয়ে গেল গোটা ছবি। বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে ছবিটি।

ছবির পাইরেসি নতুন কিছু নয়। অনেক ছবিই বেপথে ফাঁস হয়ে যায়। লোকসানের মুখ দেখতে হয় নির্মাতাদের। এমনিতেই করোনাকালে ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির হিরিক। ‘বেল বটম’-এর মুক্তির মাধ্যম নিয়েও দোলাচল ছিল। শেষমেশ বড় পর্দাতেই মুক্তি পেল ছবি। এবং মুক্তির কিছুক্ষণের মধ্যেই অনলাইনে ফাঁস হল।

তালিমরকার্স, ফিল্মিওয়্যাপ, টেলিগ্রামের মতো সাইটে এইচ ডি ফরম্যাটে পাওয়া যাচ্ছে ‘বেল বটম’। অনেক ভেবেচিন্তে বড় পর্দায় ছবি রিলিজ করার কথা ভেবেছিলেন নির্মাতারা। অনলাইনে ছবিটি লিক হওয়ার ঘটনা তাঁদের বিচলিত করে তুলেছে।

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

বড় পর্দায় ‘বেল বটম’ মুক্তি পাবে বলে নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি অক্ষয়। একটি ভিডিয়ো পোস্ট করেন কিছুক্ষণ আগে। সেখানে দেখা যায়, হাফপ্যান্ট-টি’শার্ট পরা অক্ষয় আকাশে প্যান্ট ও ব্লেজার ছুড়ছেন। তারপর একলাফে উপরে উঠে বিদ্যুতের ঝলকানির সঙ্গে পরে ফেলেন সেই পোশাক। রূপ ধরনের বেল বটমের। ক্যাপশনে লিখেছেন, “এটা ‘বেল বটম’-এর স্টাইল। বড় পর্দায় ছবি দেখতে আমি তৈরি, আর আপনি? থ্রিলে ফিরে আসুন। ‘বেল বটম’-এর সঙ্গে বড় পর্দায় ফিরে আসুন।”

প্যান্ডেমিকের সময় অক্ষয়ের এই ছবিটি বড়পর্দায় মুক্তি পেল। বড় পর্দার মালিক, কর্মী ও ডিস্ট্রিবিউটাররা আশায় ছিলেন, বহু প্রতিক্ষিত ছবির কারণে ব্যবসা ফিরলেও ফিরতে পারে। ওটিটি ও ছবি দেখার অন্যান্য মাধ্যমগুলি হলে ছবি দেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাছাড়া, দীর্ঘদিনের লকডাউনের কারণে এই নেটমাধ্যমগুলির উপর মানুষের আলাদা আসক্তি জন্মেছে। হল বিমুখ হয়ে উঠেছেন বহু দর্শক। তাঁদের হলমুখী করার জন্য বড় তারকা, বড় বাজেটের ছবিই এখন একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে অনলাইনে ‘বেল বটম’-এর মতো ছবি লিক হলে উদ্বেগ বাড়বেই।

‘বেল বটম’-এ গুপ্তচরের চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তাঁর গুপ্ত নাম বেল বটম। অ্যাকশন থ্রিলারটি পরিচালনা করেছেন রঞ্জিত এম তিওয়ারি। প্রযোজনা করেছে পুজা এন্টারটেইনমেন্ট ও আমায় এন্টারটেইনমেন্ট। অক্ষয় ছাড়াও ছবিতে রয়েছেন লারা দত্ত, বাণী কাপুর, হুমা কুরেশি। ১৯৮০-র দশকে খালিস্তানিরা বেশ কয়েকটি ভারতীয় বিমান হাইজ্যাক করে। ফ্লাইট নম্বর ৪২৩, ৪০৫ ও ৪২১। সেই ঘটনার উপর ভিত্তি করেই এই ছবি।

আরও পড়ুনহঠাৎ ফটোগ্রাফি ও ভিডিয়োগ্রাফিতে মন কেন করণের?