মাস্টার মশাইয়ের চেয়ারে অক্ষয় কুমার; রিল নয়, বাস্তবেই শেখাবেন অভিনয়

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 16, 2021 | 11:49 PM

অক্ষয় জানিয়েছেন, মাস্টারক্লাসের পাশাপাশি অক্ষয় ভারতীয় সিনেমায় তাঁর ৩০ বছরের অভিজ্ঞতাও শেয়ার করবেন।

মাস্টার মশাইয়ের চেয়ারে অক্ষয় কুমার; রিল নয়, বাস্তবেই শেখাবেন অভিনয়
অক্ষয় কুমার (সৌ: ইনস্টাগ্রাম)

Follow Us

যাঁরা অভিনয় শিখতে চান, তাঁদের জন্য সুখবর। একটি মাস্টার ক্লাসের ব্যবস্থা করছেন খোদ অক্ষয় কুমার। তিনি নিজেই মাস্টার মশাইয়ের চেয়ারে। নিজের ইনস্টাগ্রামে ভিডিয়োর মাধ্যমে খবরটি জানিয়েছেন ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’।

ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি খালি থিয়েটার হল। কালো কোট-প্যান্ট পরে অক্ষয় স্টেজের উপর একটি চেয়ারে বসে কথা বলছেন দর্শকের উদ্দেশ্যে। সামনে বসানো একটি ক্যামেরা। ভিডিয়োতে নিজেই নিজেকে জিজ্ঞেস করছেন প্রশ্ন—তিনি কি একজন মেথর্ড অ্যাক্টর? উত্তরে বলছেন, নিজের করা প্রত্যেক চরিত্রকে তিনি ভালভাবে বুঝেছেন। একটি চরিত্র থেকে অন্য চরিত্রে যেতে তাঁর বেশি সময় লাগে না। বলছেন, নিজের নিয়মে অভিনয় করেন তিনি। আর সেটাই তাঁর নিজের মেথর্ড অ্যাক্টিং।

বহু ছবিতে বহু চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। প্রত্যেকটি চরিত্র একে-অন্যের থেকে ভিন্ন স্বাদের। একজন অভিনেতা হিসেবে আশপাশের মানুষের ব্যবহার লক্ষ্য করেন অক্ষয়। জানিয়েছেন, বাস্তবের চরিত্র থেকেই অনুপ্রাণিত হয়ে চরিত্রের স্কিনে ঢোকার চেষ্টা করেন অক্ষয়। মনে করেন, পর্দায় করা একটি ছোট সিনের জন্যই মানুষ অভিনেতাদের স্মরণ করেন।

ভিডিয়োতে অক্ষয় এও জানিয়েছেন, মাস্টার ক্লাস নেওয়ার পাশাপাশি অক্ষয় ভারতীয় সিনেমায় তাঁর ৩০ বছরের অভিজ্ঞতার কথাও শেয়ার করবেন। এই ভিডিয়োটি পোস্ট হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৯ লাখেরও বেশি ভিউজ় হয়েছে।

অক্ষয়ের পরবর্তী অভিনীত ছবির নাম ‘বেল বটমস’। সেটি একটি স্পাই থ্রিলার। আশির দশকের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে ছবিটি। মুক্তি পাবে ২৭ জুলাই।

আরও পড়ুনমনোজ বাজপেয়ীয়ের ভাল পারফরম্যান্সের মন্ত্র কী? জানালেন অভিনেতা

Next Article