Ram Setu trailer: রাম সেতু রক্ষা করতে অক্ষয় কুমার হাঁটলেন জলের ওপর দিয়েই, ট্রেলারে রইল একাধিক চমক
Ram Setu: দীর্ঘ তিন বছর ধরে এই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। না, ওটিটি নয়, ছবি মুক্তি পাবে ২৫ অক্টোবর বড় পর্দাতেই।
বেশ কয়েকমাস ধরেই রামসেতু ছবির প্রসঙ্গ বারে বারে খবরের শিরোনামে উঠে আসতে দেখা গিয়েছে। কখনও ছবির পোস্টার ঘিরে বিতর্ক, কখনও আবার ছবির মুক্তি কোথায় তা নিয়ে কৌতুহলের পারদ ছিল তুঙ্গে। তবে প্রথম থেকেই এই ছবি ঘিরে একাধিকবার মুখ খুলতে দেখা যায় অক্ষয় কুমারকে। পাইপ লাইনে থাকা একাধিক ছবির মধ্যে রাম সেতু অন্যতম। অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছেন জ্যাকলিন ফার্ণান্দেজ ও নুসরত বারুচা। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ছবির টিজ়ারের পর এবার সামনে এল ছবির ট্রেলার। যা দেখা মাত্রই মিশ্র প্রতিক্রিয়া নেটদুনিয়ায়। রামসেতু রক্ষা করতে মরিয়া অক্ষয় কুমার। ছবিতে তিনি আরকিওলজ়িস্ট। তাঁকে পাঠান হয় রামসেতু ভেঙে ফেলার ঠিক আগের মুহূর্তে। তা নিয়ে তাক করতে গিয়েই পুরাণের সাহায্য নিতে হয় তাঁকে। এরপর খুলতে থাকে একের পর এক রহস্যের ভাঁজ।
অক্ষয় কুমার বুঝতে পারেন, এর সঙ্গে রামের সংযোগ। কী সত্যি, কতটা সত্যি, কোনটা মিথ্যে, কোন কোন বিপদের মুখে পড়তে হয় এই টিমকে সবটা নিয়েই তৈরি ছবির ট্রেলার। যেখানে কখনই কাঁধে পাথন নিয়ে জলের ওপর দিয়ে হাঁটতে দেখা যায় অক্ষয় কুমারকে, কখনও আবার অ্যাকশনের মাঝে তিনি বুঝতে পারেন, কোথাও কোনও রহস্য ধামাচাপা দেওয়ার চরম চেষ্টা বর্তমান। ট্রেলারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা বিষয়কেই লক্ষ্য করা হয়, তা হল রামসেতু ইতিহাস। ইতিহাসে লুকে বহু প্রশ্নের উত্তর। আর তার গভীরে যেতেই মরিয়ে এই টিম। ছবিতে ভিএফএক্সের যে ঢালাও কাজ থাকবে তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
View this post on Instagram
তবে সে কাজ যে খুব একটা নজর কাড়বে ভক্তদের সে গ্যারান্টি ট্রেলার কোনও মতেই কাঁধে নিতে বাধ্য নয়। তবে মোটের ওপর এই বহু প্রতিক্ষীত ছবির ট্রেলার দর্শকদের মনে খানিক হলেও স্বস্তি পৌঁছে দেয়। কারণ দীর্ঘ তিন বছর ধরে এই ছবি নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। না, ওটিটি নয়, ছবি মুক্তি পাবে ২৫ অক্টোবর বড় পর্দাতেই।