অক্ষয় অভিনীত দু-দুটো ছবির সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। কিন্তু এখনও দিনের আলো দেখতে পায়নি কারণ নির্মাতারা চাইছে ছবি দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পাক। রোহিতশেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ প্রায় এক বছরেরও বেশি সময় ধরে অপেক্ষারত। অন্যদিকে অক্ষয়ের আরেকটি ছবি ‘বেল বটম’ও একই রকম পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে। ঠিক ছিল ২৮ মে সিনেমা হলেই রিলিজ করবে ‘বেলবটম’। কিন্তু করোনা সব পরিকল্পনায় জল ঢেলেছে।
সম্প্রতি ছবির নির্মাতারা মুক্তির তারিখ ঘোষণা করে বলেছিলেন যে এটি ২৭ জুলাই প্রেক্ষাগৃহে রিলিজ করবে। তবে মহামারীর এ হেন পরিস্থিতি কিছুই উন্নতির মুখ দেখেনি। বড় শহরে করোনা পরিস্থিতি উত্থানের মুখো এবং প্রেক্ষাগৃহ পুনরায় চালু করার প্রক্রিয়া এখনও অনিশ্চিত রয়েছে। এত অনিশ্চয়তার কারণে ‘বেল বটম’-এর পক্ষে রিলিজের তারিখ পেছনো ছাড়া কোনও রাস্তাও নেই।
এক প্রতিবেদন অনুসারে, ছবিটির মুক্তির তারিখ আগামী মাসে রাখা হবে। প্রথম সারির ডিস্ট্রিবিউটর এবং মাল্টিপ্লেক্স কর্তা রাজ বনসল বলেন, “বর্তমান পরিস্থিতি দেখে আমার মনে হয় না ২৭ জুলাইয়ের মধ্যে সিনেমাহলগুলো পুরোপুরিভাবে চালু হবে। তাই ১৩ আগস্ট ‘বেল বটম’-এর রিলিজের সম্ভাবনা রয়েছে।” নির্মাতারা এখনও কিছু নিশ্চিত করতে পারেনি তবে ইউনিটের ঘনিষ্ঠ একটি সূত্রের খবর “বেল বটম নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ দেশে সিনেমাহল এখনও খোলা হয়নি।”
‘বেলবটম’-এ অক্ষয় কুমার একজন র-এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন হুমা কুরেশি, লারা দত্তা এবং বাণী কাপুর।