প্রথম সারির করোনা যোদ্ধাদের পাশে আলি ফজল, মানসিক সুস্থতার প্রচেষ্টায় অভিনেতা

শুভঙ্কর চক্রবর্তী |

Jun 08, 2021 | 4:56 PM

আলি ফজল এবং ডাক্তারদের এক টিম, ফ্রন্টলাইন কর্মী, শিশু এবং যাঁরা কোভিড রোগীদের চিকিৎসা-যত্ন নিচ্ছেন, তাঁদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালাচ্ছে।

প্রথম সারির করোনা যোদ্ধাদের পাশে আলি ফজল, মানসিক সুস্থতার প্রচেষ্টায় অভিনেতা
মিষ্টি হাসির এই অভিনেতাকে সকলেরই পছন্দ। তবে সিনেমায় আলি ফজলকে যত লোক না চিনেছেন তার চেয়ে অনেক বেশি খ্যাতি এসেছে ওয়েব সিরিজ 'মির্জাপুর' থেকে। গুড্ডু ভাইয়ার প্রথম আয় ছিল ৮ হাজার টাকা। বর্তমানে আলি ফজলের আয় ৩ মিলিয়ন ডলার।

Follow Us

অভিনেতা-প্রযোজক আলি ফজল সবসময় মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার পক্ষে কাজ করে চলেছেন। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে মানসিক স্বাস্থ্যের সমস্যার সমাধান করা সে সমস্যার স্বীকার ও স্বীকৃতি দিয়ে শুরু হয়। মহামারী এবং তার পরবর্তীতে লকডাউন শিখিয়েছে যে মানসিক স্বাস্থ্যর বিষয়গুলি সময়ের সঙ্গে বাড়ছে। মোকাবিলা করার জন্য তা বোঝার প্রয়োজন।

সেই মানসিক অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হলেন আলি ফজল। চিকিৎসকদের সঙ্গে নিয়ে নিখরচায় অনলাইন প্যানেল আলোচনার এক উদ্যোগ নিলেন তিনি। উদ্দেশ্য হল মানসিক অসুস্থতার সমাধান করা, কারণ মানসিক স্বাস্থ্য এবং চিকিৎসা বয়স, পেশা এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে মারাত্মকভাবে প্রভাব ফেলতে পারে।

 

 

অভিনেতা বলেন, “জাতি হিসাবে আমাদের অবশ্যই এই অভিজ্ঞতা থেকে শিখতে হবে। মানুষের কাছে পৌঁছতে হবে এবং সমস্যার স্বীকৃতি প্রয়োজন। এটাই মানসিক স্বাস্থ্যের মূল বিষয়। উদাহরণস্বরূপ, এই সময়ে, আমাদের চিকিৎসক, নার্স এবং অন্য সকল ফ্রন্ট-লাইনের কর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়া দরকার কারণ তাঁরা প্রতিদিন মানসিক আঘাতের মুখোমুখি হন, যা আগামীতে তাঁদের মানসিক স্বাস্থ্যের জন্য এক বিরাট ক্ষতি।”

আলি ফজল এবং ডাক্তারদের এক টিম, ফ্রন্টলাইন কর্মী, শিশু এবং যাঁরা কোভিড রোগীদের চিকিৎসা-যত্ন নিচ্ছেন, তাঁদের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালাচ্ছে। যাঁরা কোভিড জয় করেছেন, তাঁদের জন্যও থাকবে সেশন। আলি বলেন, “মানসিক স্বাস্থ্য এমন এক জিনিস যা এক ধরণের যা সবার ফিট হবে। এমন ধারণার উপর কাজ করে না। অতএব, আমার উদ্যোগের লক্ষ্য হল বিভিন্ন গ্রুপ এবং সমাজের যে অংশের মানুষ মানসিক সুস্থতার প্রয়োজন তা সম্পর্কে সচেতন করা এবং এটির জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।”

 

আরও পড়ুন ঠোঁটে লাল লিপস্টিক, লালসা মাখা চাহনিতে ‘হাসিন’ হয়েছেন ‘দিলরুবা’ তাপসী

Next Article