Alia Bhatt: নায়িকা নয়, মেয়েকে কোন পেশায় দেখতে চান আলিয়া ভাট?
Alia Bhatt: মেয়ে রাহা কাপুরকে মোটেও অভিনেত্রী করতে চান না তিনি। সম্প্রতি 'রকি অউর রানি কি প্রেম কাহানী'র প্রচারে এসে এমনটাই জানিয়েছেন 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী। রাহাকে কি করতে চান তিনি?
আলিয়া ভাট স্টারকিড। পরিচালক মহেশ ভাট ও সোনি রাজদানের মেয়ে তিনি। বলিউডের সঙ্গে সংযোগ সেই ছোট থেকেই। সে কারণে ‘নেপো-কিড’-এর তকমাও জুটেছে তাঁর। তবে মেয়ে রাহা কাপুরকে মোটেও অভিনেত্রী করতে চান না তিনি। সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’র প্রচারে এসে এমনটাই জানিয়েছেন ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেত্রী। রাহাকে কি করতে চান তিনি? আলিয়ার কথায়, “যখনই ওর দিকে তাকাই, মনে হয় ও তো বিজ্ঞানীই তৈরি হবে।” যদিও রণবীর কাপুর এ ব্যাপারে অনেকটাই ঢিলেঢালা। নিজের ইচ্ছে মেয়ের উপর চাপাতে একেবারেই নারাজ তিনি। তাঁর কথায়, “আমার মনে হয় আলিয়া একটু বেশিই ভেবে ফেলে। ও ভীষণ চাপ নিয়ে নেয়। আমি শুধু ওর সঙ্গে ফুটবল খেলতে চাই। আমি চাইনা আতুপুতু করে রাখতে। আমার মনে হয়, তাতে ভবিষ্যতে আমাদের মেয়েরই অসুবিধে হবে।”
গত বছর এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। বিয়ের দু’মাসের মধ্যেই মা হওয়ার খবর দেন আলিয়া। এর পরেই বিস্তর সমালোচনার মুখে পড়তে হয় দু’জনকেই। আলিয়া বিয়ের আগে অন্তঃসত্ত্বা হন, সে নিয়ে কম কটাক্ষ হয়নি। শুনতে হয়েছে একের পর এক কটু কথা। এর পর নভেম্বরে রাহা আসে। সন্তান জন্ম দেওয়ার কিছু দিনের মধ্যেই কাজে ফিরেছেন আলিয়া। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি ‘রকি অউর রানি…’। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রণবীর সিং। ‘গল্লি বয়’-এর সাফল্যের পর আবারও একসঙ্গে ফিরছেন তাঁরা।
View this post on Instagram