AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Gossip: প্রকাশ্যে এ কী বললেন আলিয়া? লজ্জায় লাল বরুণ

Gossip: শুটিং সেটে তাঁদের মধ্যে সম্পর্ক কেমন সে কথা শেয়ার করতে গিয়ে আলিয়া ভাট বলে বসেন, তিনি প্রতিদিনই নাকি 'মাসাজ' দিতেন বরুণ ধাওয়ানকে।

Bollywood Gossip:  প্রকাশ্যে এ কী বললেন আলিয়া? লজ্জায় লাল বরুণ
| Edited By: | Updated on: Jul 01, 2023 | 2:55 PM
Share

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাটের মধ্যে সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। কেরিয়ারের শুরু থেকেই তাঁরা একে অপরের সঙ্গে বেশ কয়েকটি ছবিতে জুটি বেঁধেছেন। ফলে বরুণের সঙ্গে আলিয়ার কেমিস্ট্রি বেশ জনপ্রিয়। তবে এই জুটির মধ্যে রোম্যান্স যতটা না সকলের দৃষ্টি কাড়ে, তার থেকে অনেক বেশি তাঁদের বন্ধুত্বপূর্ণ মজার খুনসুটির চরিত্রই দর্শকদের পছন্দ। এক ছবির প্রমোশমে এই জুটি দ্য শর্মা শো-তে এসে যে কাণ্ড ঘটিয়েছিলেন দুজনে, তাতে এ কথা আর অস্বীকার করার জায়গা থাকে না। একে অপরের সঙ্গে হাতাহাতি থেকে শুরু করে ঠাট্টা হাসি আড্ডা মজা, সবকিছুতেই তাঁরা ভীষণ সাবলীল। হাসি ঠাট্টার পাশাপাশি কাজটাও দাপটে সঙ্গে বলিউডে করে চলেছেন এই জুটি।

তবে কথায় কথায় দ্যা কাপিল শর্মা শো তে এসে বরুণ ধাওয়ানকে নিয়ে একি বলে বসলেন আলিয়া ভাট! শুটিং সেটে তাঁদের মধ্যে সম্পর্ক কেমন সে কথা শেয়ার করতে গিয়ে আলিয়া ভাট বলে বসেন, তিনি প্রতিদিনই নাকি ‘মাসাজ’ দিতেন বরুণ ধাওয়ানকে। আলিয়া ভাট বরাবরই খুব একটা ভেবেচিন্তে কথা বলেন না। যার ফলে এই কথাটি বলতেও তিনি খুব একটা তলিয়ে ভাবেননি। সেই কারমে একাধিকবার ট্রোলের শিকার হতে হয় তাঁকে। এ ক্ষেত্রেই ঠিক একই পরিস্থিতি তৈরি হয় আলিয়ার ক্ষেত্রে।

তবে এবার আলিয়া ভাট বলতে চেয়েছিলেন, ক্লান্তি দূর করতে হেড ম্যাসাজ দেওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে বরং সেটি অশ্লীল অর্থে গ্রহণ করে ফেলেন অনেকেই, তা বুঝতে পেরেই হেসে লুটোপুটি খান আলিয়া ভাট। উল্টো দিকে আলিয়ার কথা শুনে রীতিমতো লজ্জায় লাল বরুণ ধাওয়ান। আর এই মুহূর্তটাকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন কাপিল শর্মা। তিনি তো ছেড়ে দেবার পাত্র নন, ফলে রীতিমতো দুইস্টারকে নিয়ে খোঁচা দিতে পিছপা হলেন না তিনি। এই ভিডিয়ো এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়ে সর্বত্র। তবে হাসির ছলে সেই মুহূর্ত সেটে উপস্থিত সকলেই বেশ উপভোগ করেন।