
বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে বার বার জায়গা করে নিচ্ছে ফারহান আখতারের ছবি জি লে জ়রা। বেশ কিছুদিন ধরে ছবির শুটিং আটকে। কারণ একটাই। ছবি তৈরির জন্য যে নির্দিষ্ট সময় প্রয়োজন, তা কোনও অভিনেত্রী দিয়ে উঠতে পারছেন না। প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড ছবির শুটিং শুরু হয়ে যাওয়ায় কিছুদিন স্থগিত ছিল কাজ। এরপর শুরু হয়ে যায় ক্যাটরিনা কইফের ছবির কাজ। অবশেষে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া ভাট। সব মিলিয়ে ঝড়ের গতিতে ভাইরাল হয় ছবি নিয়ে নানা আপডেট। আদপে কি ছবির কাজ শেষ করে উঠতে পারবেন ফারহান আখতর, দেখা যায় সেই অনিশ্চয়তাও। যার ফলে সম্প্রতিতে তিনি স্থির করেন, এই ছবির কাজ থামিয়ে তিনি আমির খানের সঙ্গে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করেন।
এমনই সময় সামনে খবর আসে ছবি ছাড়ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে জল্পনা এখানেই শেষ নয়, সঙ্গে আরও শোনা যায়, ক্যাটরিনা কইফও নাকি ছবি ছাড়ছেন। এমনই খবর সামনে আসায় ঝড়ের গতিতে ভাইরাল জি লে জ়রা। একে একে সকলেই তো তবে ছবি ছেড়ে বেড়িয়ে যাচ্ছেন, তবে রইল কে? আলিয়া ভাট। এই নিয়েই এবার চরম ট্রোলের শিকার হলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একশ্রেণীর মত, যাঁর ছাড়ার কথা ছিল, তিনিই থেকে গেলেন।
প্রাথমিকভাবে যখন খবর সামনে এসেছিল, প্রিয়াঙ্কা চোপড়া এই ছবি ছাড়ছেন, ততক্ষণ পর্যন্ত ছবির নিয়ে তবুও আশাবাদী ছিলেন ভক্তরা। অনেকেই পরিচালককে দিয়েছিলেন উপদেশও। দীপিকা পাড়ুকোনকে তাঁর বদলে নেওয়ার উপদেশ দিয়েছিলেন অনেকেই। তবে এবার ছবি থেকে ক্যাটরিনা কইফের সরে যাওয়ার খবর সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় খবর। তারপর থেকেই ছবি নিয়ে প্রত্যাশা হারায় অনেকেই। সঙ্গে আলিয়া ভাটকে নিয়েও শুরু হয়ে যায় চর্চা। যদিও তিনি তাঁর অবস্থান নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি।