Alia Bhatt: ‘এ তো বুড়ি হয়ে গিয়েছে…’, ভন্সালির জন্মদিনে আলিয়াকে দেখে তাজ্জব নেটিজেন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Feb 25, 2023 | 12:51 PM

Alia Bhatt: কিছু দিন আগেই আলিয়া ভাটের ব্যক্তিগত মুহূর্ত হয় ক্যামেরাবন্দি। অলস বিকেলে বসার ঘরে সময় কাটাচ্ছিলেন আলিয়া ভাট। বুঝতেও পারেননি তাঁর দিকে তাক করা রয়েছে ক্যামেরা।

Alia Bhatt: এ তো বুড়ি হয়ে গিয়েছে..., ভন্সালির জন্মদিনে আলিয়াকে দেখে তাজ্জব নেটিজেন
আলিয়া ভাট।

Follow Us

কিছু মাস আগেই মা হয়েছে আলিয়া ভাট। জন্ম দিয়েছেন সন্তান রাহার। শরীরে যে টুকু মেদ জমেছিল মাতৃত্বকালীন পর্যায়ে তা কমানোর জন্য রোজই তাঁকে দেখা যাচ্ছে জিমে। তাঁর মাতৃত্ব পরবর্তী ঔজ্জ্বল্য নিয়ে চলছে চর্চা। তবে এরই মধ্যে ট্রোলের মুখোমুখি হতে হল তাঁকে। সঞ্জয় লীলা ভন্সালির জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে ক্যামেরাবন্দি করার জন্য হাজির হয়েছিল পাপারাৎজিও। আর সেখানেই ক্যামেরাবন্দি হতেই শুরু হল জোর ট্রোলিং। অনেকেরই মতে মা হওয়ার পর নাকি একেবারেই বদলে গিয়েছেন আলিয়া। তাঁর চোখেমুখে ২৯-এই নাকি নেমে এসেছে অকাল বার্ধক্যের ছাপ। তাঁদের কথায়, “এ তো বুড়ি হয়ে গিয়েছে”। যদিও আলিয়া ভক্তরা পাল্টা অভিনেত্রীর পাশে দাঁড়াতে ভোলেননি। সদ্য মা হওয়া এক মহিলাকে এভাবে বলা যে কুরুচিকর তা মনে করিয়ে দিয়েছেন তাঁরা।

কিছু দিন আগেই আলিয়া ভাটের ব্যক্তিগত মুহূর্ত হয় ক্যামেরাবন্দি। অলস বিকেলে বসার ঘরে সময় কাটাচ্ছিলেন আলিয়া ভাট। বুঝতেও পারেননি তাঁর দিকে তাক করা রয়েছে ক্যামেরা। জুম করে উঠে যাচ্ছে তাঁর একের পর এক ছবি, যখন বুঝলেন তখন ছবি উঠে গিয়েছে বেশ কয়েকটি। আর এতেই রেগে যান আলিয়া। তিনি লেখেন, “মজা হচ্ছে নাকি? আমি আমার লিভিং রুমে একটা সাধারণ বিকেলবেলা কাটাচ্ছিলাম। হঠাৎ করেই মনে হল কে যেন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখি, আমার প্রতিবেশীর ছাদে উঠে দুইজন পুরুষ আমার বাড়ির দিকে ক্যামেরা তাক করে রয়েছে। এটা কি করা যায়? এভাবে কি কারও ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা যায়? একটা সীমার পর আর তা লঙ্ঘন করা যায় না। আজ সব সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে।”

ভন্সালির জন্মদিনে আলিয়াকে দেখে তাজ্জব নেটিজেন

 

এই ঘটনায় আলিয়া পাশে পান ইণ্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীদের। আলিয়ার পাশে দাঁড়িয়ে পাপারাৎজির এই কাজে বিরক্ত অনুষ্কা লেখেন, “দুই বছর আগে এই এক ঘটনা আমার সঙ্গেও ঘটেছিল। বহুবার বারণ সত্ত্বেও আমার মেয়ে ছবি ছেড়ে দেওয়া হয়েছিল। অত্যন্ত লজ্জাজনক।” পাশে দাঁড়িয়েছেন অর্জুন কাপুরও। তিনি লেখেন, “একজন মহিলা দেখছি তাঁর নিজের বাড়িতেও নিরাপদ নন। যারা রুজির জন্য তারকাদের ছবি তোলেন তাঁদের বোঝা উচিত যা হয়েছে তা জঘন্য। তাঁরা নিজেদের কাজ করতে এসেছেন, কোনও মহিলাকে অনিরাপদ অনুভব করানোর জন্য নয়।” পোস্টে আলিয়ার মতো তিনিও মুম্বই পুলিশকে ট্যাগ করেন তিনি। যদিও আলিয়া এখনও মুম্বই পুলিশকে লিখিত অভিযোগ জানাননি বলেই খবর। তবে গোটা ঘটনায় বেশ বিরক্ত তিনি।

Next Article