Sanjay Leela Bhansali-Alia Bhatt: ছবির প্রচার থেকে বেশি মেয়ের কাছে থাকা জরুরি আলিয়ার: ভনসালী

TV9 Bangla Digital | Edited By: Mahuya Dutta

Dec 12, 2022 | 5:10 PM

Sanjay Leela Bhansali-Alia Bhatt: ভারতে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে বার্লিন চলচ্চিত্র উসৎবে ছবির প্রিমিয়ার হয়।

Sanjay Leela Bhansali-Alia Bhatt: ছবির প্রচার থেকে বেশি মেয়ের কাছে থাকা জরুরি আলিয়ার: ভনসালী
আলিয়ার মেয়ে রাহার সঙ্গে থাকা এই সময় জরুরি বলেই মনে করেন সঞ্জয়

Follow Us

পরিচালক সঞ্জয় লীলা ভনসালী (Sanjay Leela Bhansali) এখন লস অ্যাঞ্জেলসে। কারণ তাঁর ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির বিদেশি চলচ্চিত্র উৎসবে প্রচার নিয়ে এই মুহূর্তে তিনি ব্যস্ত। এর আগে লন্ডনে ব্রিটিশ অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (BAFTA)এর চলচ্চিত্র উৎসবেও সঞ্জয় তাঁর এই পিরিয়ড ছবিকে নিয়ে যান। গত ২৮ নভেম্বর বিএএফটিএ মাস্টারক্লাসে অংশগ্রহণ করেন তিনি। যেখানে সঞ্জয় তাঁর কেরিয়ার আর সিনেমা পরিচালনা নিয়ে আলোচনা করেন। ২০২২ সালে তাঁর এই ছবি বলিউডের প্রথম হিট। মুখ্য চরিত্রে অভিনয় করেন আলিয়া ভাট (Alia Bhatt)। ছবির এই বিদেশি প্রচারে সঞ্জয়ের সঙ্গে নেই আলিয়া। কারণ ৬ নভেম্বর তিনি মেয়ে রাহার জন্ম দিয়েছেন। আলিয়ার এই প্রচারে না থাকা খুব মিস করছেন সঞ্জয়।

লন্ডনের পর আমেরিকাতেও সঞ্জয় একাই ছবির প্রচার করছেন। তাঁর পাশে নেই আলিয়া। অনেকেই এই নিয়ে প্রশ্ন করছেন তাঁকেসঞ্জয় মিস করছেন আলিয়াকে তাঁর পাশে নেই বলে। এমনকি চানও পাশে, যদি পারিপার্শ্বিক অবস্থা অন্যরকম থাকত। তিনি মনে করেন, এই মুহূর্তে আলিয়ার ছবির প্রচার করা থেকে বেশি প্রয়োজন মেয়ের কাছে থাকা। তিনি বলেন, লন্ডন এবং লস অ্যাঞ্জেলেসে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িনিয়ে আলাপচারিতার সময় আমি সত্যিই আলিয়াকে আমার পাশে মিস করেছি। সেখানে সবাই জানতে চাইল কেন তিনি আমার সঙ্গে ছিল না। আমারও ইচ্ছে যদি ওঁ আসতে পারে, কিন্তু এই সময়ই তার বাচ্চার সঙ্গে থাকা বেশি দরকার

০০৭ সালে সাওয়ারিয়াছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর কাপুর। এই বছর ১৪ এপ্রিল তাঁর সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। বিয়ের কয়েকমাস পরই আলিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি সেই খবর দেন। তারপর ৬ নভেম্বর রাহা আসা আলিয়ারণবীরের জীবনে। কাজ থেকে এই মুহূর্তে ছুটি নিয়েছেন এক মাসের মেয়ের জন্য আলিয়া।

এর আগে একটি বিবৃতিতে চলচ্চিত্র নির্মাতা গাঙ্গুবা কাথিয়াওয়াড়ির আন্তর্জাতিক পুরস্কার প্রচারাভিযান সম্পর্কে বলেছিলেন, “বিশ্বব্যাপী আমাদের সিনেমার জন্য এত প্রশংসা পেয়ে অত্যন্ত ধন্য এবং আমরা বাফটা ভোটারদের মধ্যে এই পুরস্কারের মরসুমে কথোপকথনের অংশ হতে পেরে খুবই খুশিসঞ্জয়ের ২০০২ সালের ছবি দেবদাস ২০০৩ সালে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছিল, তবে তা ইংরেজি ভাষায় নয়।

াঙ্গুবাঈ মুম্বইয়ের যৌনপল্লি কামাথাপূরমের একজন শক্তিশালী বাস্তব চরিত্র। যিনি গুজরাটের মেয়ে। বিয়ের নামে প্রতারিত হয়ে যৌনপল্লিতে বিক্রি হন। সেখান থেকে তাঁর লড়াইয়ের কাহিনিকেই সিনেমার মাধ্যমে তুলে ধরেন সঞ্জয়। আলিয়ার অভিনয় সর্বত্র প্রশংসিত হয়। ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে এই ছবি। আলিয়া ছাড়াও ছবিতে অভিনয় করেন শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, সীমা পাওয়া। ক্যামিও চরিত্রে অভিনয় করেন অজয় দেবগন। ভারতে মুক্তি পাওয়ার এক সপ্তাহ আগে বার্লিন চলচ্চিত্র উসৎবে ছবির প্রিমিয়ার হয়। সেখান সঞ্জয়ের পাশে ছিলেন আলিয়া।

Next Article