Alia Bhatt: সন্তান জন্মের পর যদি কাজ কম আসে, কিচ্ছু যায় আসে না: আলিয়া ভাট

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jan 01, 2023 | 2:25 PM

Alia Bhatt: এই বছরের এপ্রিল বিয়ে করেছিলেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর অবশেষে এক হয় চার হাত।

Alia Bhatt: সন্তান জন্মের পর যদি কাজ কম আসে, কিচ্ছু যায় আসে না: আলিয়া ভাট
আলিয়া ভাট

Follow Us

মাত্র ২৯ বছর বয়সে মা হয়েছেন আলিয়া ভাট। বি-টাউনের অভিনেত্রীদের ক্ষেত্রে এমনটা সচরাচর দেখা যায় না। ৩০-এর নীচে নিউএজ অভিনেত্রীদের মধ্যে মা হয়েছেন হাতেগোণা। বি-টাউনের রটনা বলে সন্তান জন্ম দেওয়ার পর নাকি কাজ কমে যেতে থাকে অভিনেত্রীদের। কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’ তথা শীর্ষস্থানে আসিন হয়েও কেন মা হওয়ার সিদ্ধান্ত নিলেন আলিয়া ভাট? উত্তর আপনাকে মুগ্ধ করবে। আলিয়া বলেন, “হ্যাঁ কেরিয়ারের একেবারে ভাল সময়ে আমি বিয়ের সিদ্ধান্ত নিই ও একই সঙ্গে বিয়েরও সিদ্ধান্ত নিই। কিন্তু কে বলেছে যে সন্তান ও সংসার হলেই সব কিছু বদলে যায়? কাজের সঙ্গে এর কী সম্পর্ক? আর যদি তাই হয়ও, হতে দাও…। কিচ্ছু যায় আসে না।” আলিয়া সাফ জানিয়েছেন সন্তান নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে, তাঁর কোনও আফসোস নেই। তাঁর কাছে মা হওয়াই শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এত খুশি তিনি আগে হননি।

আলিয়া যোগ করেন, “মা হিসেবে আমার কাছে প্রতিটা মুহূর্ত ভীষণ ভীষণ দামি। অভিনেতা হিসেবে আমার নিজের উপর আস্থা রয়েছে। যদি তুমি ভাল অভিনেতা হও তবে মানুষ তোমার সঙ্গে কাজ করতেই চাইবে। কাজ তোমার কাছে নিজে থেকে আসবে। যদি কাজ নিজে থেকে না আসে, না আসুক। হয়তো এটা তোমার সময় নয়। আমি এমন একজন নই যে এটা নিয়ে ভীষণ ভাবব। আমি আমার কাজকে ভালবাসি, কিন্তু নিজের জীবন ও নিজের পরিবারকে তার থেকেও অনেক বেশি ভালবাসি। আর এই দুইয়ের মধ্যে ব্যালান্স করেই চলতে চাই আমি। মনে যা আসে তাই করে যাও।”

এই বছরের এপ্রিল বিয়ে করেছিলেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর অবশেষে এক হয় চার হাত। নভেম্বর তাঁদের কোল জুড়ে আসে রাহা। আপাতত কাজ থেকে খানিক বিরতি নিয়েছেন আলিয়া ভাট। মেয়ে রাহাকে নিয়েই কাটছে তাঁর জীবন। কাজ আসবে, কাজ যাবে, তবে এই মুহূর্তে কোলছাড়া করতে একেবারেই নারাজ আলিয়া।

Next Article