Alia Bhatt On Trolled: ‘আমি তো মানুষ…’, ট্রোলারদের ওপর কী রেগে গেলেন আলিয়া?

Alia Bhatt: জাতীয় পুরস্কার উঠে এসেছে তাঁর ঝুলিতে। তবে কটাক্ষ কিংবা ট্রোলিং আজও তাঁর পিছু ছাড়েনি। এবার নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কটাক্ষ কিংবা ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অতীতে এই বিষয় মুখ না খুললেও এবার সরব হলেন আলিয়া।

Alia Bhatt On Trolled: আমি তো মানুষ..., ট্রোলারদের ওপর কী রেগে গেলেন আলিয়া?

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2023 | 8:30 PM

আলিয়া ভাট, কখনও পেয়েছেন নেপোকিডের তকমা, কখনও পেয়েছেন আবার স্বজন পোষণের জন্য কটাক্ষ। তবে কেরিয়ারের মাত্র ১০ বছরেই তাঁর ঝুলিতে বাঘাবাঘা ছবি, একের পর এক দাপুটে চরিত্র, অভিনয়ের ধারে তিনি তাক লাগিয়েছেন বারে বারে। না, এখানেই শেষ নয়, পাশাপাশি জাতীয় পুরস্কার উঠে এসেছে তাঁর ঝুলিতে। তবে কটাক্ষ কিংবা ট্রোলিং আজও তাঁর পিছু ছাড়েনি। এবার নানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কটাক্ষ কিংবা ট্রোল হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। অতীতে এই বিষয় মুখ না খুললেও এবার সরব হলেন আলিয়া। বললেন, আমি মানুষ, তাই আমি ভুল করতে বাধ্য। তা নিয়ে মানুষ মজাও করবেন। এর প্রভাবও পরে আমার ওপর। আমি নিজেকে অনেকটা গুঁটিয়ে নিয়েছি। তবে তার মানে এটা নয় যে এর জন্য আমি কাউকে দায়ী করব।

আলিয়া ভাটের কথায়, ভাল ছবি করার জন্য যাঁরা আমার প্রশংসা করেন, যাঁদের জন্য আমার ছবি চলছে, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। তাঁরা আমায় নিয়ে যেটাই বলুক না কেন, আমার তাতে কিছু বলার নেই। তবে সম্পর্ক নিয়ে কিছু বললে, পরিবার নিয়ে বললে তাঁর খারাপ লাগে, এ বিষয়টা এদিন স্পষ্ট করে দিয়েছেন আলিয়া। পাশাপাশি আরও জানান, ভুল কথা বলে ফেলা, ভুল মন্তব্য করার জেরেও যে তিনি কটাক্ষের শিকার হয়ে থাকেন, সেই বিষয়ও তাঁর কিছু বলার নেই। প্রসঙ্গত আলিয়া ভাট বরাবরই ভক্তদের বেশ পছন্দের অভিনেত্রী। সময়ের কাজ সময়ে করে তিনি যেন সকলের নজরের কেন্দ্রে পারফেক্ট হয়ে উঠেছেন। তবে সন্তান জন্ম নিয়েও তাঁকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, সব সময় এড়িয়ে যেতে চাইলেই যে এড়িয়ে যাওয়া যায়, এটাও নয়। আলিয়ার কথায়, পড়ার জন্য পড়ি না, তবে কখনও কখনও চোখে পড়ে যায়। ট্রোল অন্যদের যেভাবে আঘাত করে, তাঁকে ততটা না করেও মানুষ হিসেবে খারাপ লাগা থেকেই যায়, তা তাঁর কথায় স্পষ্ট।