Raha Kapoor: জন্মদিনে সারপ্রাইজ, রাহা কাপুরের ছবি শেয়ার করলেন আলিয়া, কিন্তু…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Nov 06, 2023 | 6:26 PM

Alia Bhatt: তবে মেয়েকে সোশ্যাল মিডিয়া মারফৎ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন। প্রতিটা ছবি ভীষণ মিষ্টি, ভীষণ ঘরোয়া। ছোট্ট রাহা ব্যস্ত তার কেক নিয়ে। সেখানেই দুটো হাত রেখে বসে আছে সে। আবার কখনও মা বাবার সঙ্গে হাতে ফুল নিয়ে পোজ।

Raha Kapoor: জন্মদিনে সারপ্রাইজ, রাহা কাপুরের ছবি শেয়ার করলেন আলিয়া, কিন্তু...

Follow Us

দেখতে দেখতে একটা বছর পার। কাপুর পরিবারে নতুন সদস্য এসেছে, কিন্তু তাঁর মুখ এখনও পর্যন্ত কেউ দেখে উঠতে পারেনি। কোথাও গিয়ে সেই আক্ষেপ আজও থেকে গেল। রণবীর কাপুর ও আলিয়া ভাটের সন্তান রাহা কাপুরের প্রথম বছরের জন্মদিন বলে কথা। এদিন সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে গেলেও কোথাও গিয়ে যেন আক্ষেপ থেকেই গেল। কারণ রাহার মুখ এবারও দেখালেন না আলিয়া ভাট। তবে মেয়েকে সোশ্যাল মিডিয়া মারফৎ শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করলেন। প্রতিটা ছবি ভীষণ মিষ্টি, ভীষণ ঘরোয়া। ছোট্ট রাহা ব্যস্ত তার কেক নিয়ে। সেখানেই দুটো হাত রেখে বসে আছে সে। আবার কখনও মা বাবার সঙ্গে হাতে ফুল নিয়ে পোজ।

তবে কোনওটাতেই রাহা কাপুরের মুখ দেখা গেল না। দেখা মিলল না তার। আলিয়া লিখলেন, ”অনেকেই আশা করেছিলেন এদিন হয়তো সকলের সামনে আসবে রাহার ছবি। তবে সেটা যে হচ্ছে না তা কয়েকদিন আগেই স্পষ্ট করে দিয়েছিলেন আলিয়া ভাট। রাহার ছবি প্রকাশ্যে আনা প্রসঙ্গে আলিয়া জানিয়েছিলেন, আমাদের আনন্দ, আমাদের গর্ব, আমাদের জীবনের আলো। এ যেন মনে হচ্ছে সবে তো কালকের কথা, এই গানটা বাজালে তুমি নড়ে উঠতে। আলাদা করে বলার কিছু নেই। এটুকু বলতে পারি তুমি আমাদের জীবনে আশির্বাদ। তোমার উপস্থইতিতে প্রতিটা দিন হয়ে ওঠে ক্রিমি, সুস্বাদু, অনবদ্য কেকের টুকরোর মতো। শুভ জন্মদিন ছোট্ট টাইগার। আমরা তোমাকে আমাদের নিজেদের থেকেও বেশি ভালবাসি।”

তবে মেয়ের দেখা যে এত তাড়াতাড়ি মিলবে না, জানাই ছিল। আলিয়ার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আমি এটা কখনই বোঝাতে চাই না যে আমি আমার সন্তানকে লুকিয়ে রাখছি। আমি ওকে নিয়ে গর্বিত। এখানে যদি ক্যামেরা না চলত, তবে আমি জায়েন্ট স্ক্রিনে ওর ছবি দেখিয়ে দিতাম। আমি ওকে খুব ভালবাসি। আমাদের সন্তানকে নিয়ে গর্ব বোধ করি। কিন্তু আমরা নতুন অভিভাবক। আমরা জানি না, সর্বত্র যখন ওর ছবি ছড়িয়ে থাকবে আমাদের ঠিক কেমন লাগবে। সে সবে এক বছরের হতে চলেছে। তাঁরা তখনই রাহাকে সামনে আনবেন, যখন তাঁদের বিষয়টাতে স্বস্তি বোধ হবে। আলিয়া ও পাপারাৎজিদের মধ্যে সেই বোঝা পড়াটা রয়েছে, তাঁরা রাহার ছবি তোলেন না। অথচ রণবীরের ভাইপো তৈমুর আলি খানের ছবি জন্ম লগ্ন থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।

Next Article