Alia Bhatt: গর্ব করে বলতে পারি আমি আইআইটিতে সুযোগ পেয়েছি: আলিয়া ভাট
Alia Bhatt: আলিয়া ও রণবীর কাপুরের ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পাবে আগামী মাসের ৯ তারিখ। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাই ছবির প্রচারে এতটুকু খামতি রাখছেন না আলিয়া।

আলিয়া ভাট। যার আইকিউ নিয়ে নানা সময়েই হয়েছে নানা ধরনের মস্করা। এমনকি ভারতের রাষ্ট্রপতির নাম জিজ্ঞাসা করায় পৃথ্বীরাজ চৌহান বলায় বিস্তর ট্রোলের মুখেও পড়তে হয়েছে আলিয়াকে। এবার আলিয়ার দাবি তিনি নাকি দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পেয়েছেন। কী সেই প্রতিষ্ঠান? তা হল বম্বে আইআইটি। প্রতি বছর তুখোড় মেধার আঁতুড়ঘর যে প্রতিষ্ঠান থেকে বেরিয়ে আসে সব কৃতি ছাত্র-ছাত্রীরা। এ দিকে আলিয়া তো স্কুলের পর কলেজেও পৌঁছতে পারেননি। তার আগেই ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর মাধ্যমে শো-বিজে হাতেখড়ি হয়ে ভাট কন্যার। তাহলে? দাঁড়ান, আলিয়া কিন্তু সবটা পরিষ্কার করে দিয়েছেন ক্যাপশনেই। একই সঙ্গে নিজেই নিজেকে নিয়ে মজা করতেও পিছপা হননি তিনি।
আলিয়া ও রণবীর কাপুরের ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী মাসের ৯ তারিখ। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তাই ছবির প্রচারে এতটুকু খামতি রাখছেন না আলিয়া। আর সেই সুবাদেই তিনি গিয়েছিলেন বম্বের আইআইটিতে। সেই ছবিই শেয়ার করে আলিয়া লেখেন, “আইআইটি বম্বে আমরা এসেছি। প্রচার করতে দেওয়ার জন্য ধন্যবাদ। অবশেষে সবাইকে বলতে পারব আইআইটিতে আমিও সুযোগ পেয়েছি কিন্তু শুধু এক ঘণ্টার জন্য।” ওই প্রচার মঞ্চে এসে ছবির ‘কেশরিয়া’ গানটিও গাইতে শোনা যায় আলিয়াকে। হাততালিতে ফেটে পড়ে দর্শকাসন।
আর কিছুদিনের অপেক্ষা এরপরেই মা হবেন আলিয়া। তবে তারও আগে তাঁর ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে সিনেমা হলে। প্রায় চার বছর ধরে বানানো ওই ছবিতে মিশে রয়েছে রণবীর-আলিয়ার প্রেম, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের পরিশ্রম আর দর্শকের আকাঙ্ক্ষা। তবে সাম্প্রতিক বয়কট ট্রেন্ডে এই সুপারহাই বাজেট ছবি কতটা সাফল্য পাবে তা নিয়ে ধন্দে খোদ পরিচালকও। তাই প্রচারেও থাকছে না খামতি অন্তঃসত্ত্বা অবস্থাতেই আলিয়া কাজ চালিয়ে যাচ্ছেন। এ দিনও অংশ নিয়েছিলেন ছবির প্রচারেই। সময় যে আর বিশেষ বাকি নেই…।
View this post on Instagram





