Alia Bhatt: ‘আমি জোকার হতেও রাজি আছি, যদি…’, কোন শর্ত দিলেন আলিয়া

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jul 08, 2023 | 9:32 AM

Gossip: তিনিও সঠিক সময় যত্নের সঙ্গে কাজটা শেষ করার চেষ্টা করতেন, যাতে বাকিটা সময় তিনি মেয়ে রাহাকে দিতে পারেন। এক্ষেত্রে তিনি ধন্যবাদ জানান তাঁর দিদি ও তাঁর মাকে।

Alia Bhatt: আমি জোকার হতেও রাজি আছি, যদি..., কোন শর্ত দিলেন আলিয়া

Follow Us

সদ্য মুক্তি পেয়েছে রকি অউর রানি কি প্রেম কাহিনি-র ট্রেলার। মা হওয়ার পর পর্দায় প্রথম ধরা দেন আলিয়া ভাট। মাতৃত্বের পর শরীরে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। অভিনেত্রী আগে যেমন ছিলেন, হুবহু তেমনই ফ্রেমে ধরা দিলে। যা দেখে বারবার প্রশংসা করেছেন ভক্তরা। এই ছবি নিয়ে মাঝেমধ্যেই মুখ খুলতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট এই ছবির শুটিং ও নিজেকে নিয়ে একগুচ্ছ প্রশ্নের উত্তর দেন। একজন তাঁকে নতুন প্রজন্মের পথপ্রদর্শক বা অনুপ্রেরণা বলে উল্লেখ করতেই হাসতে হাসতে আলিয়া বলেন, তিনি ‘জোকার’ হতেও রাজি আছেন। যদি সঠিক সময় তাঁর চেক পৌঁছে যায়।

মা হওয়ার পর ছবির শুটিং-এর অভিজ্ঞতা কেমন ছিল, তা নিয়েও এদিন অনেক কথা শেয়ার করেন অভিনেত্রী। জানান সদ্য যাঁরা মা হন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, কখনও-ই তিনি খুব ব্যস্ত হতে পারেন না। তাঁর মাথায় থাকে কাজ শেষ করে সন্তানকে সময় দিতে হবে। তাই তিনিও সঠিক সময় যত্নের সঙ্গে কাজটা শেষ করার চেষ্টা করতেন, যাতে বাকিটা সময় তিনি মেয়ে রাহাকে দিতে পারেন। এক্ষেত্রে তিনি ধন্যবাদ জানান তাঁর দিদি ও তাঁর মাকে। তিনি যখন শুটিয়ে ব্যস্ত থাকতেন, তখন বাচ্চাকে দেখার কাজ করতেন তাঁর মা ও তাঁর দিদি।

রাহাকে নিয়েই কাশ্মীরে শুটিয়ে গিয়েছিলেন আলিয়া ভাট। মেয়েকে কোল ছাড়া করতে চাননি তিনি। যার ফলে শুটিং-এর মাঝে মাঝে রাহাকে নিয়ে কাশ্মীর দেখেছেন আলিয়া। জানান, রাহার চোখ দিয়ে এই প্রথম কাশ্মীর দেখার অভিজ্ঞতাই তার আলাদা। বর্তমানে একাধিক ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন আলিয়া ভাট। তবে এখন কিছুটা বিরতি। পরিবারকে কিছুটা সময় দেওয়ার পর আবারও শুটিং সেটে ফিরবেন অভিনেত্রী। রণবীর কাপুরও এখন বেশ কিছুটা সময় পরিবারের সঙ্গেই কাটাচ্ছে। পিছিয়ে গিয়েছে তাঁর আগামী ছবি অ্যানিমাল-এর মুক্তি।

Next Article