
বক্সঅফিসে সাড়া ফেলেছে করণ জোহর পরিচালিত মশলা বলিউড ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি।’ বিনোদনে ভরপুর এই ছবি দেখতে দলে-দলে হলমুখী হচ্ছেন দর্শক। পর্দায় আলিয়া ও রণবীরের রসায়ন নজর কাড়ছে সকলের। এই সাফল্যের মধ্যেই গতকাল ৩.০৮.২৩ তারিখ বৃহস্পতিবার মুম্বইইের বুকে বসেছিল এক সাংবাদিক সম্মেলন। সেখানেই এই ছবির আরও এক গান ‘কুদমাই’ মুক্তি পায়। এই আসরেই আলিয়ার জীবনের এক অজানা কথা সকলের সামনে তুলে ধরেন করণ। কী বলছেন করণ?
ওইদিন সাংবাদিক সম্মেলনে সকলের সামনে করণ বলেন, “একই সপ্তাহে দু’বার বিয়ে করেন আলিয়া।” স্বামীর নামও একই রণবীর, তবে পার্থক্য শুধু মানুষে। ২০২২ সালের এপ্রিল মাসে কাপুর বংশের ছোটা রাজা রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন আলিয়া। ঠিক বিয়ের চারদিনের মাথাই ছিল ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-এর গান ‘কুদমাই’-এর শুটিং। ছবির স্বার্থে রণবীর সিংহর গলায় মালা দেন আলিয়া। তাই করণ বলেন একই সপ্তাহে দু’বার বিয়ে করতে হয় আলিয়াকে। করণ এও জানান, আলিয়ার বিয়ের মেহেন্দিতেই কাজ হয়ে গিয়েছিল। শুধু একটু গাঢ় করে নিতে হয় মেহেন্দি।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রণবীর সিংহ ও আলিয়া ভাটও। এই প্রসঙ্গে আলিয়ার বলেন, “আমার বিয়ের লেহেঙ্গা অনেকটাই হালকা ছিল। আমি ওটা পরে এদিক-ওদিক ঘুরতে পেরেছিলাম। কিন্তু শুটিং-এর লেহেঙ্গাটা এতটাই ভারী ছিল যে আমি নড়তে পারছিলাম না। এখানেই শেষ নয়, আলিয়ার কথায়, “সাত পাকে ঘোরার সময় সবাই বলছিল বর আগে। আমি তখন বলি না কনে আগে কারণ তার কিছুদিন আগেই আমার বিয়ে হয়েছিল তো আমার সবটাই মনে ছিল। “