আলিয়া ভাট মা হতে চলেছেন। তবে তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার তারিখ ঠিক কবে? তা নিয়ে এতদিন ধরে চলছিল নানা জল্পনা। কেউ বলছিলেন এই বছরের শেষে আবার কারও মতে আগামী বছর… সব মিলিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে প্রকাশ্যে এল আলিয়ার মা হওয়ার সময়। একই সঙ্গে তিনি কোন হাসপাতালে মা হতে চলেছেন সেই খবরেরও হল যবনিকা পত্তন। শোনা যাচ্ছে, দক্ষিণ মুম্বইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালেই নাকি সন্তানের জন্ম দেবেন তিনি। ওই হাসপাতালেই অসুস্থ থাকাকালীন ভর্তি ছিলেন ঋষি কাপুর। ওখানেই মৃত্যু হিয় তাঁর। শোনা যায় নয় নভেম্বরের একদম শেষ সপ্তাহে অথবা ডিসেম্বরের শুরুতেই রণবীর কাপুরের পরিবারে সদস্য সংখ্যা বাড়বে, ইতিমধ্যেই নাকি হাসপাতাল কর্তৃপক্ষ যাবতীয় ব্যবস্থাপনা করে রেখেছেন। সেলেব জুটির যাতে বিন্দুমাত্র অসুবিধে না হয় সে ব্যাপারে তৎপর তাঁরা।
এই বছরের এপ্রিলেই রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া। জুন মাসের ২৭ তারিখে মা হওয়ার খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন আলিয়া। যদিও বিয়ে ঠিক দু’মাসে মধ্যেই আলিয়ার এই মা হওয়ার খবর প্রকাশ্যে আসায় দেশজুড়ে হয়েছিল নানা আলোচনা। অনেকেই মনে করেছিলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন আলিয়া। এ নিয়ে দিদি শাহিন ভাটকেও প্রশ্ন করা হয়েছিল। তিনি যদিও সদুত্তর দেননি। জানিয়েছিলেন, সন্তানের জন্ম কখন দেবেন কখন দেবেন না তা একেবারেই আলিয়া ও রণবীরের সিদ্ধান্ত।
অন্তঃসত্ত্বা অবস্থাতেও পুরোদমে কাজ করেছেন আলিয়া। গত সেপ্টেম্বরে তাঁর ছবি ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পায়। দেশে ও বিদেশে ওই ছবি ব্যাপক লাভ করেছে। গর্ভবতী অবস্থাতেও ছবির প্রচারে দেশের বিভিন্ন জায়গায় উড়ে গিয়েছেন আলিয়া। এ বছরটা বেশ ভালই যাচ্ছে আলিয়ার। তাঁর ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ হিট হয়েছিল, ব্রহ্মাস্ত্রও হিট। অন্যদিকে এই বছরেই বিয়ে ও সন্তান। সব মিলিয়ে ভালই দিন কাটাচ্ছেন অভিনেত্রী।