Alia Bhatt: ‘ভাট’ বদলে এবার কি তবে আলিয়া কাপুর! পদবী পরিবর্তন নিয়ে কী ভাবছেন অভিনেত্রী?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 21, 2022 | 11:35 PM

Alia Bhatt: গত জুন মাসে মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন আলিয়া ভাট। সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, "সুন্দর কে অভিজ্ঞতা। এত ভালবাসা পেয়েছি যে বলে বোঝাতেই পারব না।"

Alia Bhatt: ভাট বদলে এবার কি তবে আলিয়া কাপুর! পদবী পরিবর্তন নিয়ে কী ভাবছেন অভিনেত্রী?
পদবী পরিবর্তন নিয়ে কী ভাবছেন অভিনেত্রী?

Follow Us

দীপিকা পাড়ুকোন পরিবর্তন করেননি। প্রিয়াঙ্কা চোপড়া করেছেন। আলিয়াও বিয়ে করেছেন কিছু মাস আগে তবে এখনও পর্যন্ত ভাট পদবীই বদল ঘটাননি তিনি। বিবাহ সূত্রে প্রাপ্ত পদবী কি ব্যবহার করবেন তিনি? নাকি বেছে নেবেন দীপিকার পথ? এই সব উত্তর নিয়েই মুখ খুললেন আলিয়া। আলিয়া জানিয়েছেন, নিজের নামের পেছনে ঐতিহ্যবাহী কাপুর পদবী ব্যবহার করার ‘সুযোগ’ এখনও পর্যন্ত মেলেনি তাঁর। স্ক্রিনজুড়ে এখনও তিনি আলিয়া ভাটই। কেন? সে উত্তরও দিয়েছেন তিনি।

আলিয়া জানিয়েছেন কাপুর পদবী ব্যবহারের ইচ্ছে থাকলেও পরপর কাজের চাপে তাঁর অফিসিয়াল নথি পরিবর্তন করার সুযোগই মিলছে না তাঁর। আর সে কারণেই আপাতত তিনি আলিতা ভাটই। আলিয়া জানিয়েছেন, বিয়ের ঠিক পরেই পাসপোর্টে নিজের ‘ম্যারিটাল স্টেটাস’-এর পরিবর্তন ঘটিয়েছেন রণবীর। আর আলিয়া? তাঁর কথায় পাসপোর্টে নামের পাশে খুব শীঘ্রই যোগ করতে চলেছেন তিনি। তবে আপাতত স্ক্রিনে নাম বদলে আলিয়া কাপুর করার ইচ্ছে তাঁর নেই বলেই জানিয়েছেন আলিয়া।

গত জুন মাসে মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন আলিয়া ভাট। সে প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “সুন্দর কে অভিজ্ঞতা। এত ভালবাসা পেয়েছি যে বলে বোঝাতেই পারব না। আর যারা খারাপ কথা বলেছেন সব ভাল জিনিসেই তাঁরা বলে থাকেন। চাঁদের গায়েও তো কলঙ্ক থাকে। আমি শুধু ভাল জিনিসই মনে রাখতে চাই।” গর্ভাবস্থায় বেশ কিছু ওজন বেড়েছে আলিয়ার। এই ওজন বৃদ্ধি খুবই স্বাভাবিক। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে এ নিয়ে ‘মজা’ করেছিলেন রণবীর। সে কারণে সোশ্যাল মিডিয়ায় তাঁকে পড়তে হয়েছিল কটাক্ষের মুখেও। অন্তঃসত্ত্বা স্ত্রীর ওজন নিয়ে কী করে একজন দায়িত্বশীল স্বামী এ হেন মন্তব্য করতে পারেন সে বিষয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। রণবীর যদিও জানিয়েছিলেন, নিছকই রসিকতার ছলেই তাঁর এই মন্তব্য। আলিয়াও কার্যত হয়ে গিয়েছিলেন স্তম্ভিত।

Next Article