আজকের সম্পর্কের নয়। স্কুলের প্রথম দিনে তাঁর হাত ধরেই স্কুলের গণ্ডী পার করেছিলেন আলিয়া ভাট। আবার শুটিংয়ের প্রথম দিনেই তাঁর গাড়িতেই পৌঁছে গিয়েছিলেন সেটে। আলিয়ার ধারে কাছে কাউকে ঘেঁষতে না দেওয়া যেন তাঁর অঙ্গীকার। যে আলিয়াকে ছোট থেকে মানুষ করেছেন সেই আলিয়াই বিয়ে করেছেন। এ মুহূর্ত কি কম আবেগের? চোখে জল আলিয়ার গাড়ি চালক ও নিরাপত্তারক্ষী সুনীল তালেকরের। আলিয়ার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনেও সেই একই আবেগ মাখা কথা।
লিখেছেন, “ওই ছোট্ট হাত ধরে স্কুলে পৌঁছে দেওয়া থেকে শুরু করে তোমায় বধুরূপে দেখা। আ,আর হৃদয় আজ আনন্দে পরিপূর্ণ।” এক সাক্ষাৎকারে সুনীল ফিরে গিয়েছেন পুরনো দিনে। ফিরে গিয়েছেন বহু বছর আগে। তাঁর কথায়, “আলিয়ার যখন পাঁচ বছর তখন ভাট পরিবারের সঙ্গে যুক্ত হই আমি। ওর স্কুলের প্রথম দিন হোক অথবা ওর শুটিংয়ের প্রথম দিন– আলিয়া ছিল আমার দায়িত্ব। ও আমার মেয়ে।”
এখানেই না থেমে তিনি আরও বলেন, “ওকে বউয়ের পোশাকে দেখে তাই চোখের জল ধরে রাখতে পারিনি। আমি তো ওদের পরিবারেরই অংশ। অন্তত এমনটাই মনে করেছেন তাঁরা। মনে হল নিজের মেয়ের বিয়ে হচ্ছে।”
১৪ এপ্রিল বিয়ে করেছেন আলিয়া-রণবীর। দীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক অবশেষে পরিণতি পেয়েছে বিয়েতে। ভালবাসা উপচে পড়েছে। বিয়ের পর গতকাল ছিল ছোটখাটো রিসেপশন পার্টি। শাহরুখ খান থেকে শুরু করে মালাইকা অরোরা হাজির ছিলেন সকলেই। গ্ল্যামারাস হেভিওয়েট বিয়ে, কিন্তু সুনীলের কথাগুলি বড়ই হৃদয়স্পর্শী। সত্যিই তো নিজের মেয়ে বিয়ে ছাড়া আর কী!