বেশ কিছু মাস ধরেই রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিচ্ছেদের খবর রটেই চলেছে বলিপাড়ায়। ইনস্টাগ্রাম থেকে বিয়ের সব ছবি মুছে দেওয়া থেকে শুরু করে ইভেন্টে রণবীরকে ছাড়াই পৌঁছে যাওয়ার মতো ঘটনা যেন আগুনে ঘি ঢেলেছিল। যদিও আবারও একসঙ্গে হাসিমুখে পোজ দিয়ে সে বিচ্ছেদের জল্পনায় জল ঢেলেছিলেন দু’জনে। তবে গতকাল অর্থাৎ ৬ জুলাইয়ের পর থেকে আরও এক বার তাঁদের বিচ্ছেদের খবরে তোলপাড় সব মহল। কী করেছেন দীপিকা যে পুরনো গসিপ ফিরে এল আবারও? গতকাল ছিল রণবীর সিংয়ের ৩৮তম জন্মদিন। ফ্যানক্লাব থেকে কাছের বন্ধুরা যখন সিংয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাতে ব্যস্ত, তখন এক দিন পার হয়ে গেলেও দীপিকার প্রোফাইল থেকে স্বামীর জন্য ভেসে আসেনি কোনও শুভেচ্ছা বার্তা। রণবীরকে নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি। পিডিএ অর্থাৎ পাবলিক ডিসপ্লে অব অ্যাফেকশনের যুগে এই ঘটনাই সৃষ্টি করেছেন নতুন গসিপের। ফ্যানেদের প্রশ্ন, “তবে কি সত্যিই ভাল নেই সব কিছু?”। ওঁরা নিরুত্তর, ওদিকে গুঞ্জন বেড়েই চলেছে।
তবে অনেকেই মনে করছেন এ নেহাতই পাব্লিসিটি স্টান্ট। কিছু দিন আগেই নিজের স্কিন কেয়ার ব্র্যান্ড লঞ্চ করার আগে মুছেছিলেন বিয়ের ছবি, হতে পারে বড় কোনও ঘোষণা করতে চলেছেন দীপিকা, আর সেই কারণেই আগাম আলোচনায় থাকার জন্য এ হেন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রসঙ্গত, এ বছরের শুরুটা বেশ ভালই হয়েছে দীপিকার। শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’ সুপারহিট। প্রভাস ও হৃতিকের সঙ্গে তাঁর আগামী ছবির শুটিংয়ের কাজও প্রায় শেষ। ওদিকে রণবীরের ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’ মুক্তি পাবে আর কিছু দিন পরেই। ছবিতে রণবীর সিংয়ের বিপরীতে রয়েছেন আলিয়া ভাট। মা হওয়ার পর এটিই আলিয়ার প্রথম ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে টিজার, যা বেশ ভাল লেগেছে দর্শকদের। টিজারে আলিয়ার মুখে ‘খেলা হবে’ সংলাপ শুনে আগাম উত্তেজনায় ফুটছে বাংলার দর্শকের একটা বড় অংশ।