চলতি মাসের ১৬ তারিখের ঘটনা। রেকর্ডিং কোম্পানি ও প্রযোজনা সংস্থা টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে আসে ধর্ষণের অভিযোগ। এক সংবাদ সংস্থার টুইট অনুযায়ী, নিজের কোম্পানির এক ৩০ বছর বয়সি মহিলাকর্মীকে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায়। ডিএন নগর পুলিশ থানায় এফআইআর-ও করা হয়। এর পর টি-সিরিজের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সমস্ত অভিযোগ মিথ্যা, সবটাই ষড়যন্ত্র।
টি-সিরিজের বিবৃতিতে বলা হয়েছে, ভূষণের থেকে জোর করে টাকা আদায় করতে চেয়েছিলেন স্থানীয় রাজনৈতিক নেতা মল্লিকার্জুন পূজারি। এক মডেলের সঙ্গে হাত মিলিয়ে কাজটি করতে চেয়েছিলেন তিনি। কাজে সফল না হওয়ায় নাকি ভূষণের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তাঁরা। ২০২১ সালের ২১ জুন ভূষণকে শাঁসিয়েছিলেন মল্লিকার্জুন। বলেছিলেন, টাকা না পেলে তাঁকে ফাঁসাবেন। এও বলেছিলেন, এক মহিলাকে দিয়ে যৌন হেনস্থার কেস দেবেন। এর পর ১ জুলাই মুম্বই পুলিশের দ্বারস্থ হয় টি-সিরিজ। মল্লিকার্জুন পূজারির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় সংস্থা।
টি-সিরিজের পক্ষ থেকে কৃষ্ণকুমার মল্লিকার্জুনের সঙ্গে কথা বলেন। ৫ জুলাই দুপুর ১টা নাগাদ তাঁকে হোটেল ‘দ্য রিজেঞ্জা বাই টুঙ্গা’-তে ডাকেন কৃষ্ণকুমার। সেখানেই মল্লিকার্জুন জানিয়েছিলেন টাকা না পেলে এক মহিলাকে দিয়ে ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার কেস দেবেন। কথাবার্তা চলাকালীন কৃষ্ণকুমারকে কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ দেখিয়েছিলেন মল্লিকার্জুন। টি-সিরিজ থেকে জানানো হয়েছে, সেই মেসেজগুলির একটিও ভূষণের কিংবা টি-সিরিজের নম্বর থেকে পাঠানো হয়নি।
এর পর মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন রিপোর্ট দেখে, কৃষ্ণকুমার মুম্বইয়ের আন্ধেরি ইস্ট আম্বোলি পুলিশ স্টেশনে যান। পুলিশকে অডিয়ো রিকর্ডিং শোনান। রেকর্ডিং শুনে পুলিশের মনে হয়, মল্লিকার্জুন টাকা চাইছেন ভূষণের থেকে এবং তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। ফলস্বরূপ, আম্বোলি পুলিশ নড়েচড়ে বসে। ধর্ষণের মিথ্যা অভিযোগ ও টাকা আদায়ের অপরাধে পুলিশ ভারতীয় দণ্ডবিধি ৩৮৬, ৫০০ এবং ৫০২(এ) ধারায় এফআইআর করে মল্লিকার্জুন ও সেই মডেলের বিরুদ্ধে।
আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে; মামলা দায়ের আইপিসি ৩৭৬ ধারায়