Ameesha Patel: ‘নিজের সর্বনাশ নিজেই ডাকলেন আমিশা! নায়িকার ‘বোকামি’তে হাঁ সকলে

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Jul 01, 2023 | 3:55 PM

Ameesha Patel: আসছে 'গদর ২'-- মুখ্য চরিত্রে দেখা যাবে আমিশা পটেল ও সানি দেওল। আবারও ফিরবে তারা সিং ও সাকিনা সেই অপার্থিব রসায়ন। ভক্তরা উচ্ছ্বসিত। কিন্তু এ সবের মধ্যেই এ কী করে ফেললেন আমিশা!

Ameesha Patel: নিজের সর্বনাশ নিজেই ডাকলেন আমিশা! নায়িকার বোকামিতে হাঁ সকলে
আমিশা পটেল।

Follow Us

 

আসছে ‘গদর ২’– মুখ্য চরিত্রে দেখা যাবে আমিশা পটেল ও সানি দেওল। আবারও ফিরবে তারা সিং ও সাকিনা সেই অপার্থিব রসায়ন। ভক্তরা উচ্ছ্বসিত। কিন্তু এ সবের মধ্যেই এ কী করে ফেললেন আমিশা! দেখে মাথায় হাত ভক্তদের। নায়িকা যে এভাবে নিজের পায়ে নিজেই কুড়ুল মারতে পারেন, তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না তাঁদের। তাঁরা হতবাক। কী করেছেন আমিশা? কিছু দিন আগেই মুক্তি পেয়েছে ছবিটির টিজার। সেই টিজারে দেখা গিয়েছে, তারা সিং ওরফে সানি দেওল বসে আছেন। তাঁর সামনেই পড়ে আছে এক নিথর নারীমূর্তি। কে? সাকিনা নাকি? ভক্তদের মধ্যে জমা হয়েছে একগুচ্ছ জল্পনা। এরপরেই অনেকেই মন্তব্য করে জানতে চান নায়িকার কাছে, গদর ২- এ কি শেষমেশ মারাই যাবেন সাকিনা?

নির্মাতারা ছিলেন চুপ, রহস্য বাড়ছিল, আখেরে লাভই হচ্ছিল ছবিটির। কিন্তু না, সাসপেন্স কিছুতেই জিইয়ে রাখলেন না আমিশা। সবটা বলেই দিলেন তিনি। ওই ছবি শেয়ার করে নায়িকা লেখেন, “আমার প্রিয় ফ্যানেরা। অনেকেই আমাকে মেসেজ করছ, জিজ্ঞাসা করে চলেছ, ওটি সাকিনার দেহ কিনা। তোমাদের সবাইকে জানিয়ে রাখি ওটি সাকিনার দেহ নয়। কার দেহ, তা অবশ্য আমি বলতে পারব না। কিন্তু সাকিনা নয়, দয়া করে চিন্তা কোরো না।” এর পরেই রেগে গিয়েছেন ভক্তদের একটা বড় অংশ। তাঁদের অভিযোগ, আমিশা ‘স্পয়লার’ দিয়ে দিয়েছেন। অর্থাৎ ছবি মুক্তির আগেই এমন কিছু তথ্য শেয়ার করে ফেলেছেন যাতে ছবি দেখার ইচ্ছেই নাকি চলে গিয়েছে। একজন লিখেছেন, “আপনি কি এতটাই বোকা ছিলেন নাকি হয়ে গিয়েছেন? নিজেই নিজের ছবির প্লট বলে দিচ্ছেন?” তবে অপর এক সূত্র জানাচ্ছে, প্রযোজকের সঙ্গে বচসার কারণেই নাকি ‘ইচ্ছাকৃত’ ভাবে এমনটা করেছেন আমিশা। যদিও তিনি চুপ।  প্রসঙ্গত, ‘গদর’ ছবিটিকে ঘিরে ভক্তদের উন্মাদনা কিন্তু প্রথম থেকেই। আগামী ১১ অগস্ট মুক্তি পাবে এই ছবি। কিন্তু আমিশার এই কাজের পর আদপে কি ওই উত্তেজনা একই ভাবে বজায় থাকবে? এখন শুধু সেটাই দেখার।

 

 

Next Article