Ameesha Patel: অমীশা প্যাটেলের বিয়ে? পাত্র কে? কী করেন তিনি?

অমীশার পোস্টে মন্তব্য করেছেন ফৈজল। তিনি লিখেছেন, "আমি তোমাকে ফর্মালভাবে প্রোপোজ় করছি। তুমি কি আমাকে বিয়ে করবে?"

Ameesha Patel: অমীশা প্যাটেলের বিয়ে? পাত্র কে? কী করেন তিনি?
অমীশা প্যাটেল।

| Edited By: Sneha Sengupta

Jan 05, 2022 | 12:30 AM

রাজনীতিক আহমেদ প্যাটেলের সঙ্গে অমীশা প্যাটেলের সম্পর্ক ঠিক কোন জায়গায় আছে? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয় সম্প্রতি। শোনা যাচ্ছে, তাঁদের সম্পর্ক নাকি অনেকদূর গড়িয়েছে। একেবারে বিয়ের পর্যন্ত।

সোশ্যাল মিডিয়া সরগরম। সেখানেই অমীশাকে প্রেম প্রস্তাব দিয়ে বসে আছেন ফৈজল প্যাটেল। টুইটারে ঘটেছে গোটা বিষয়। ৩০ ডিসেম্বর ছিল অমীশা প্যাটেলের জন্মদিন। অমীশা লিখেছিলেন, “আমার ডার্লিং, আমার ভালবাসা… শুভ জন্মদিন। দারুণ সময় কাটাও তুমি।”

অমীশার পোস্টে মন্তব্য করেছেন ফৈজল। তিনি লিখেছেন, “আমি তোমাকে ফর্মালভাবে প্রোপোজ় করছি। তুমি কি আমাকে বিয়ে করবে?”

এদিকে এক সাক্ষাৎকারে অমীশা বলেছেন, “এটা হাস্যকর। আমি ও ফৈজল একে অন্যকে অনেকদিন ধরে চিনি। ওর বোন ও আমরা তিনজনে ভাল বন্ধু। সোশ্যাল মিডিয়ায় বার্তা কেবলই আমাদের রঙ্গ রসিকতারন জন্য। এর চেয়ে বেশি কিছুই নয়। আমি একাকী ও একাকী থাকতেই বেশি পছন্দ করি। এই মুহূর্তে সম্পর্কে যেতে ইচ্ছেও করছে না আমার। ফৈজল খুব ফাজিল। এই ধরনের মজা করতে ও খুব ভালবাসে।”

অমীশাকে বিয়ের প্রস্তাবের পোস্টটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া থেকে সেটি ডিলিট করেছেন ফৈজল। অমীশা বলেছেন, “আমি ওকে বলেছি, মেসেজটা না ডিলিট করতেই পারত। আমি আমার মতো একটা রিপ্লাই করার তালে ছিলাম। কিন্তু ফৈজল বলল ওকে নাকি অনেক মানুষ ফোন করছিল। তা হলে বুঝতেই পারছেন সেলেবদের সঙ্গে কী ঘটে।”

অমীশা এও জানিয়েছেন, তিনি ও ফৈজল দু’জনেই রাজনীতিকের পরিবারের সদস্য। তাঁর ঠাকুরদা ব্যারিস্টার রজনী প্যাটেল ইন্দিরা গান্ধীর হয়ে কাজ করতেন। ফৈজলের বাবা আহমেদ সোনিয়া গান্ধীর হয়ে কাজ করেন।

সম্প্রতি ‘গদর ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন অভিনেত্রী। সানি দেওলের সঙ্গে ফের কাজ করতে পেরে দারুণ খুশি তিনি।

আরও পড়ুন: Prem Chopra: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ৮৬ বছর বয়সি প্রেম চোপড়া, এখন কেমন আছেন তিনি?