Bollywood Gossip: বিবাহের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন অভিষেক! সত্যিই সব শেষ?

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Dec 03, 2023 | 5:49 PM

Bollywood Gossip: বিগত বেশ কিছু সময় ধরে বলিউড উত্তাল এক খবরে। ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের নাকি কিছুই ভাল যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে রাই সুন্দরীর মায়ের কাছে এসে থাকা, বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় সেই গুঞ্জনেই ঘি ঢেলেছে। এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড দেখে মাথায় হাত সকলের। দুরুদুরু বুকে তাঁদের প্রশ্ন, 'তবে কি সত্যি সব শেষ?" বিগত বেশ কিছু সময় ধরে বলিউড উত্তাল এক খবরে। ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের নাকি কিছুই ভাল যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে রাই সুন্দরীর মায়ের কাছে এসে থাকা, বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় সেই গুঞ্জনেই ঘি ঢেলেছে। এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড দেখে মাথায় হাত সকলের।

Bollywood Gossip: বিবাহের শেষ চিহ্নটুকুও মুছে ফেললেন অভিষেক! সত্যিই সব শেষ?
ঐশ্বর্যা-অভিষেক।

Follow Us

 

বিগত বেশ কিছু সময় ধরে বলিউড উত্তাল এক খবরে। ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের নাকি কিছুই ভাল যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে রাই সুন্দরীর মায়ের কাছে এসে থাকা, বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় সেই গুঞ্জনেই ঘি ঢেলেছে। এরই মধ্যে অভিষেকের এক কাণ্ড দেখে মাথায় হাত সকলের। দুরুদুরু বুকে তাঁদের প্রশ্ন, ‘তবে কি সত্যি সব শেষ?” কী এমন ঘটেছে? ২০০৭ সালে বিয়ে করেন অভিষেক ও ঐশ্বর্যা… এর পর থেকেই যাই ঘটে যাক না কেন কখনওই বিয়ের আংটি খুলতে দেখা যায়নি তাঁকে। বিবাহিত পুরুষ হিসেবে ওই একটি মাত্র চিহ্নই আজীবন ধারণ করে আসছিলেন তিনি। তবে হঠাৎই ছন্দপতন, যা নজর এড়ায়নি নেটিজেনদের। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁরা লক্ষ্য করেছেন অভিনেতার হাতে নেই তাঁর বিয়ের আংটিটি। তবে কি ইচ্ছাকৃতই তা খুলে রেখেছেন নায়ক? কিন্তু কেন? সব শেষ? ইত্যাদি নানা বিধ প্রশ্নেই এখন তোলপাড় সব মহল।

প্রসঙ্গত, গত মাসেই ছিল ঐশ্বর্যা রাইয়ের জন্মদিন। স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন অভিষেক, তাও স্ত্রীর এক পুরনো ছবি শেয়ার করে। ওদিকে বচ্চন পরিবারের কাউকেই ঐশ্বর্যার জন্মদিন উপলক্ষে কোনও পোস্ট করতে দেখা যায়নি। অন্যদিকে ঐশ্বর্যা এই বার শ্বশুরমশাই অমিতাভ বচ্চনের জন্মদিন উপলক্ষে যে পোস্ট করেছিলেন তাতে ইচ্ছাকৃতই ক্রপ করে বাদ দিয়েছিলেন ননদ শ্বেতার নন্দা ছেলেমেয়েদের…এই সব কারণে সিঁদুরে মেঘ দেখছেন সকলেই। তাঁরাও মুখে কুলুপ এঁটেছেন।

ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন কিন্তু বহু পুরনো। এর আগে ২০১৮ নাগাদও অনুরূপ গুঞ্জন রটেছিল তাঁদের ঘিরে। সে সময় মুখ খুলেছিলেন অভিষেক। এক টুইটের মাধ্যমে তিনি বলেন, “সম্মানের সঙ্গে জানাচ্ছি, মিথ্যে গল্প দয়া করে বন্ধ করুন। আমি বুঝেছি যে পোস্ট করতে হয়। কিন্তু তা যদি দায়িত্ব সহকারে করেন তা হলে ভাল হয়। ধন্যবাদ।” কিন্তু এবার? এবার কিন্তু তিনি নীরব।

Next Article