Amitabh Bachchan: ‘৪১ বছর হয়ে গেল…’, কোন স্মৃতিতে ভাসলেন অমিতাভ

Amitabh Bachchan: এক একটি ছবিকে কাঁধে নিয়ে বইতে পারেন, কারণ তিনি অমিতাভ বচ্চন। ৫৪ বছর সফর মাঝে প্রথম ১৩ টা বছর লেগেছিল তাঁর দর্শক দরবারে নিজের পাকাপাকি জায়গা করে নিতে। তারপর থেকেই পালা করে প্রতি রবিবার তাঁর বাড়ির সামনে দর্শকদের ভিড় জমে।

Amitabh Bachchan: '৪১ বছর হয়ে গেল...', কোন স্মৃতিতে ভাসলেন অমিতাভ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 25, 2023 | 3:15 PM

দেখতে দেখতে ৪১ বছর পার, সাল  ১৯৫৯, বলিউডে প্রথম পা রেখেছিলেন অমিতাভ বচ্চন। শুরুতেই যে বলিউডে রাজত্ব করতেন অমিতাভ এমনটা নয়। একের পর এক ছবির অডিশন দিতেন তিনি, অধিকাংশ পরিচালক প্রযোজকই তখন মুখ ফেরাতে তাঁর থেকে। তবে থেকে শুধু-ই লড়াই, বলিউডের শাহেনশা হয়ে ওঠার লড়াই। একের পর এক ছবি হিট সুপারহিট ব্লকবাস্টার, দর্শক মহলে কয়েকদিনের মধ্যেই রাজত্ব শুরু করেছিলেন বিগ বি। তারপরের সফরটা নেহাতই কম নয়। দেখতে দেখতে ৫৪ টা বছর হয়ে গেল, এই অভিনেতা বলিউড একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন। হিন্দি সিনেমার সে কান্ডারী আজও – ডিগ্রী টেম্পারেচারে অবহেলাই শুটিং করেন।

এক একটি ছবিকে কাঁধে নিয়ে বইতে পারেন, কারণ তিনি অমিতাভ বচ্চন। ৫৪ বছর সফর মাঝে প্রথম ১৩ টা বছর লেগেছিল তাঁর দর্শক দরবারে নিজের পাকাপাকি জায়গা করে নিতে। তারপর থেকেই পালা করে প্রতি রবিবার তাঁর বাড়ির সামনে দর্শকদের ভিড় জমে। স্বপ্নের সুপারস্টারকে একবার চাক্ষুষ করতে সকাল থেকে অপেক্ষা করতে থাকেন ভক্তরা। ঘড়ির কাটায় ঠিক বিকেল চারটে সাদা পোশাকে বারবার দর্শকদের প্রণাম জানাতে হাজির হয়েছেন তিনি।

এই নিয়মের ব্যতিক্রম হয়নি কখনও। কেবল করোনা সময় দর্শকদের সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আমিতাভ। শুটিংয়ের জন্য বাইরে থাকলে কিংবা শরীর অসুস্থ থাকলেও রবিবার সকাল সকাল তা সোশ্যাল মিডিয়া জানিয়ে দেন তিনি। এই চল্লিশটা বছরে পাল্টে যে শরীরের গরম, কালো চুল আজ তাঁর সাদা, তবুও দর্শকদের দেখে মুখের হাসিটা আজও অমলেন। রবিবার ভক্তদের সঙ্গে দেখা করার একটি ভিডিয়ো পোস্ট করে পুরনো স্মৃতিতে ভাসলেন অমিতাভ। ৪১ বছর পূর্ণ করলেন তিনি এই প্রথার। সে কথা এক বাক্যে স্বীকার করে আরও একবার দর্শকদের প্রণাম জানালেন তিনি।