অমিতাভ নাকি এক টগবগে ঘোড়া, ভক্ত বলল, ‘রেখাজি বলতে পারবেন…’
Amitabh Bachchan: ১৯৪২ সালের অক্টোবরের ১১ তারিখ জন্ম হয় অমিতাভের। চীনের জ্যোতিষ মতে ১৯৩০, ১৯৪২, ১৮৫৪, ১৯৬৬, ১৯৭৮, ১৯৯০, ২০০২, ২০১৪, ২০২৬, ইত্যাদি পর্যন্ত সমস্ত নারী-পুরুষই ঘোড়া। চীনদের মতে এই ঘোড়া অত্যন্ত প্রাণবন্ত, অনলস এবং কর্মঠ। এবং এ সব গুণই আছে অমিতাভের মধ্যে।

জ্যোতিষে বিশ্বাস করেন অমিতাভ বচ্চন। তাঁর হাতের জ্বলজ্বলে নীলা সেই প্রমাণ। শনি গ্রহের শান্তির জন্যই বহু বছর আগে হাতে নীলা ধারণ করেছিলেন অমিতাভ। সম্প্রতি অমিতাভ জানতে পেরেছেন এক জ্যোতিষ মতে তিনি নাকি টগবগে ঘোড়া। এবং এমন তথ্য জেনে তিনি কী করেছেন জানেন?
১৯৪২ সালের অক্টোবরের ১১ তারিখ জন্ম হয় অমিতাভের। চীনের জ্যোতিষ মতে ১৯৩০, ১৯৪২, ১৮৫৪, ১৯৬৬, ১৯৭৮, ১৯৯০, ২০০২, ২০১৪, ২০২৬, ইত্যাদি পর্যন্ত সমস্ত নারী-পুরুষই ঘোড়া। চীনদের মতে এই ঘোড়া অত্যন্ত প্রাণবন্ত, অনলস এবং কর্মঠ। এবং এ সব গুণই আছে অমিতাভের মধ্যে। ৮১ বছর বয়স হয়েছে অমিতাভের। কিন্তু তিনি এক লহমার জন্যেও বিশ্রামে থাকেন না। এই বয়সেও জমিয়ে কাজ করে চলেছেন। তাঁর অভিনয় দক্ষতা দিনদিন শাণিত হচ্ছে।
তিনি যে চীন মতে ঘোড়া, তা বেশ আনন্দের সঙ্গে গ্রহণ করে নিয়েছেন অমিতাভ। তাই ঘোড়া আঁকা এক সোয়েটশার্ট গায়ে চাপিয়েছেন তিনি। সেই ছবি তিনি পোস্টও করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। ক্যাপশনে লিখেছেন, “এক জ্যোতিষ মতে কিছু পশু জন্ম মাসের প্রতীক। আমার জন্ম অক্টোবর মাসে। তাই আমি একটা ঘোড়া। ফলে আমি ঘোড়া পরেছি। দেখতে পাচ্ছেন না। এই তো দেখুন, ঘোড়াটা আমার জ্যাকেটে।”
View this post on Instagram
অমিতাভের এই পোস্টের পর ভূরি-ভূরি ভালবাসা ভেসে এসেছে তাঁর অগুনতি অনুরাগীর থেকে। প্রত্য়েকেই তাঁকে আদর্শ ঘোড়া বলেছেন। এমন এক ঘোড়া, যিনি থামতেই জানেন না।
