AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোনও কিছুকে নিশ্চিতভাবে ধরে ফেলতে নেই, অ্যাংরি ইয়ং ম্যান-এর থেকে শিখলেন ইমরান

ইমরান হাশমির কাছে ‘চেহরে’ ছবি করার একমাত্র কারণ ছিল তিনি বিগ বির ‘ফ্যানবয়’।

কোনও কিছুকে নিশ্চিতভাবে ধরে ফেলতে নেই, অ্যাংরি ইয়ং ম্যান-এর থেকে শিখলেন ইমরান
ইমরান-অমিতাভ।
| Updated on: Mar 27, 2021 | 2:46 PM
Share

ইমরান হাশমির কাছে ‘চেহরে’ ছবি করার একমাত্র কারণ ছিল তিনি বিগ বির ‘ফ্যানবয়’। অভিনয় সত্ত্বার উর্দ্ধে ছিল অমিতাভের সঙ্গে স্ক্রিন শেয়ার। রুমি জাফরি ​​পরিচালিত মিস্ট্রি ড্রামা তাঁকে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার বিরল সুযোগের প্রস্তাব দিয়েছিলেন। ইমরান বলেন, “মানুষটি চার দশকের নিরলস পরিশ্রম করে একজন মেগাস্টার। তাঁর নামে ভারতীয় সিনেমার শুরু এবং শেষ হয়। আমার শুরুর বছরগুলোয়, আমি ওঁর দিকে তাকিয়ে থাকতাম। সেটে উনি আমার পাশে বসে ছিলেন, এবং একেবারে অজ্ঞাত ছিলেন যে আমার বিশ্বদর্শনকে তিনি কীভাবে রূপ দিয়েছেন।”

 

আরও পড়ুন ১৩ বছর পর ‘প্রিয়’র কাছে ফিরতে ব্যাকুল হয়ে উঠছেন অভিষেক

 

 

আটাত্তর বয়সের দোড়গোড়ায় দাঁড়িয়ে অমিতাভ বচ্চনের সিনেমার প্রতি প্যাশন দেখে অভিভূত হন ইমরান। তিনি আরও বলেন, “আমার উচ্চাকাঙ্ক্ষা আছে, তবে আমি জানতাম যে ৩৫ বছর পর এটি বৃদ্ধি পাবে না ম্লান হয়ে যাবে। আমি ওঁর উচ্চাকাঙ্ক্ষা দেখি। আমার মনে আছে আমরা স্লোভাকিয়ায় একটি বরফ-ঝড়ের কবলে পড়েছিলাম। উনি পাঁচ ঘন্টা শুটিং করেছিলেন, একটিবারের জন্য তাঁর গাড়িতে ফিরে যাননি। তিনি আমাকে বুঝিয়ে ছিলেব কোনও কিছুকে নিশ্চিতভাবে ধরে ফেলতে নেই।”

 

চেহরে

 

ইমরান-অমিতাভ অভিনীত ‘চেহরে’র টিজার এবং পোস্টারে রিয়ার না থাকা নিয়ে মুখ খুলেছিলেন ছবির প্রযোজক আনন্দ পন্ডিত। সংবাদমাধ্যমকে তিনি বলেছিলেন, “আমরা এই মুহূর্তে রিয়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সঠিক সময়ে তার সম্পর্কিত প্রশ্নের জবাব দেব। এই মুহূর্তে আমি আর কিছু বলতে পারি না।”

আগামী ৯ এপ্রিল মুক্তি পাবে ‘চেহরে’।