Amitabh Bachchan: বৃষ্টির দিনে এক অন্য ছবি, অমিতাভের আবেগঘন পোস্টে চোখ ভিজল ভক্তদের

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 28, 2023 | 1:33 PM

Viral Post: এক ছোট্ট গল্প শেয়ার করলেন তিনি। না, এ গল্প কাল্পনিক নয়। বাস্তব থেকে তুলে ধরা বৃষ্টির দিনের এক অন্য ছবি দেখালেন অমিতাভ বচ্চন।

Amitabh Bachchan: বৃষ্টির দিনে এক অন্য ছবি, অমিতাভের আবেগঘন পোস্টে চোখ ভিজল ভক্তদের

Follow Us

অমিতাভ বচ্চন বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। কখনও স্মৃতির পাতা থেকে পুরনো ছবি পোস্ট করা, কখনও আবার কোনও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেওয়া, অমিতাভ বচ্চন মাঝে মধ্যেই নজর কাড়েন। আবার বর্তমানে চারপাশে যা ঘটে চলেছে প্রতি মুহূর্তে, সেখান থেকে তাঁর ভাললাগার কোনও গল্প সকলের সঙ্গে শেয়ার করে নিতেও দেখা যায়। এক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটল। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি নিয়মিত ব্লগ লেখেন অমিতাভ বচ্চন। যদিও একটা সময় অভিমানের জেরে স্থির করেছিলেন তিনিও ব্লগ লিখবেন না। তাঁর কথায়, এখন আর ব্লগের ভিউ হয় না, মানুষ সেভাবে ব্লগ পড়ে না। যদিও লেখা থামাননি তিনি, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অন্য ছবি তুলে ধরলেন বিগ বি।

এক ছোট্ট গল্প শেয়ার করলেন তিনি। না, এ গল্প কাল্পনিক নয়। বাস্তব থেকে তুলে ধরা বৃষ্টির দিনের এক অন্য ছবি দেখালেন অমিতাভ বচ্চন। যে ছবি হয়তো কম বেশি আমরা অনেকেই পথ চলতে দেখে থাকি। তবে তাঁর মতো করে হয়তো অনেকেই ভাবার সময় পান না। যেভাবে এই গল্প লিখলেন অমিতাভ, তাতে চোখের কোণে জল আসা খুব স্বাভাবিক। কী আছে সেই লেখায়? একটি ছোট্ট মেয়ের গল্প। রাস্তার ধারে দাঁড়িয়ে যে বিক্রি করছিল ফুল। যা দেখে রীতিমত আবেগে ভেসেছেন অভিনেতা। গাড়ির বাইরের সেই দৃশ্যই বলে চললেন ভক্তদের।

ঠিক কী লিখলেন অমিতাভ– “…সে সেখানে দাঁড়িয়ে ছিল, একটু আগে, প্রবল বৃষ্টিতে অর্ধেক ভিজে গিয়েছে, বৃষ্টি এবং সময়ের কারণে নষ্ট হয়ে যাওয়া লাল গোলাপের একটি গোছা, ট্র্যাফিক স্টপে গাড়ির জানালা থেকে গাড়ির জানালায় ছুটে যাওয়া শুকনো কাগজের প্লাস্টিকের মধ্যে মোড়ানো একটি মেয়ে .. নিজেকে এবং সম্ভবত তার পরিবারের আরও কিছু ছোটদের খাওয়ানোর জন্য বিক্রির প্রত্যাশা .. তার জীর্ণ মুখের উপর নরম আবহাওয়ায়…।” এক ছোট্ট দৃশ্য, এক ছোট্ট গল্প, একটা লড়াইয়ের গল্প। একটা মেয়ের অক্লান্ত পরিশ্রমের এই গল্প অমিতাভের মনে ধরে। তারপরই তাঁর এই লেখা। যা প্রতিটা মানুষকে আরও একবার এমনই দৃশ্যের কথা মনে করিয়ে দেয়।

Next Article